মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকার পিটসবার্গের চার্টিয়েস ভ্যালি হাইস্কুলে হিজাব পরায় মুসলিম বিদ্বেষী সহপাঠীর হাতে মার খেল এক উদ্বাস্তু মুসলিম ছাত্রী। ওই স্কুলেরই অন্য একজন ছাত্রী গোটা ঘটনা ভিডিও করে। সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যায়, ছাত্রীর সঙ্গে কথা কাটাকাটি চলছে আর এক ছাত্রীর। হঠাৎই দ্বিতীয় ছাত্রীটি মারতে শুরু করল হিজাব পরিহিত ছাত্রীটিকে। উদ্বাস্তু ওই মুসলিম ছাত্রীটি বারবার ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও কর্ণপাত না করেই গালাগালি দিয়ে এলোপাথারি ঘুঁসি চালাতে থাকে ওই ছাত্রীটি।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনাটি সামনে আসতেই শুরু হয়েছে সমালোচনা। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য ফেডেরাল অফিসারদের অনুরোধ জানিয়েছে। ওই ছাত্রীটিকে আইনি সাহায্য করার কথাও জানিয়েছে কাউন্সিল। হিজাব পরিহিত ছাত্রীটি দু’বছর সিরিয়ার উদ্বাস্তু শিবিরে থাকার পর সম্প্রতি যুক্তরাষ্ট্রে এসেছে।
ঘটনা সামনে আসার পরই চার্টিয়েস ভ্যালি স্কুল ডিস্ট্রিক্টের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চার্টিয়েস ভ্যালি স্কুল ডিস্ট্রিক্ট কোনও ধরনের হিংসার ঘটনাকে বরদাস্ত করবে না। ডিস্ট্রিক্ট সকল ছাত্রছাত্রীদের জন্য নিরাপত্তা ও স্কুলে শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।’
তবে পুলিশ জানিয়েছে, ‘জাতিগত বিদ্বেষের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই। এটা একটা সাধারণ নিগ্রহের ঘটনা। যদিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত আমরা করব।’ অভিযুক্ত ওই ছাত্রীটি এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। সূত্র: এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।