মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পরীক্ষা হলে পরিদর্শক নির্দেশ দিয়েছিলেন হিজাব সরানোর জন্য। কারণ, ছবি তুলতে হবে। সেই নির্দেশ মানতে চাননি ২৪ বছরের ছাত্রীটি। জানিয়েছিলেন মুখমণ্ডলের নয়, শুধুমাত্র চোখের ছবি তোলাই সম্ভব। ছাত্রীটির সেই প্রস্তাব মানেননি পর্যবেক্ষক। তা নিয়ে দু’জনের মধ্যে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় চলে। ছাত্রীটির দাবি, শেষ পর্যন্ত হিজাব না সরানোর জন্য পরীক্ষা দিতে দেওয়া হয়নি তাকে।
গত মঙ্গলবার ঘটনাটি ঘটে গোয়ার পানাজিতে। সাফিনা খান নামে ওই ছাত্রীর অভিযোগ, সে দিন ন্যাশনাল এলিজিবিটি টেস্ট দিতে গিয়েছিলেন তিনি। তার কথায়, ‘পরীক্ষা হলে ঢোকার পর পর্যবেক্ষক আমার হিজাব সরাতে বলেন। আমি তাকে জানাই এটা সম্ভব নয়। হিজাব সামান্য সরিয়ে চোখ দুটি দেখার ব্যবস্থা করে দেওয়ার কথা জানাই। কিন্তু, এই পর্যবেক্ষক কিছুতেই মানতে চাননি। হিজাব না সারানোর জন্য সে দিন আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।’
পরে ওই ছাত্রী আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।