মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এইচ-৪ ভিসায় নিষেধাজ্ঞা নিয়ে শুনানি শুরু হল মার্কিন আদালতে। এইচ-১বি ভিসায় আমেরিকায় আসা চাকুরিজীবীদের স্ত্রী বা স্বামীদের এইচ-ফোর ভিসা দেওয়া হয়। সে ক্ষেত্রে উপযুক্ত যোগ্যতা থাকলে মার্কিন মুলুকে কাজের সুযোগ পান তাঁরা। ২০১৫-য় এইচ-৪ ভিসা চালু করে ওবামা প্রশাসন। মার্কিন নাগরিকদের কর্মসংস্থানে ঘাটতি হতে পারে, এই অভিযোগ তুলে আদালতে যায় ‘সেভ জবস ইউএসএ’ নামে এক সংগঠন। সেই সময়ে তাদের মামলাটি খারিজ হয়ে যায় নিম্ন আদালতে।
ট্রাম্প ক্ষমতায় আসার পরে ফের এইচ-৪ ভিসায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে যায় ‘সেভ জবস ইউএসএ।’ ট্রাম্প নিজেও এই ভিসা বাতিলের পক্ষে। এ বছরে ৩ বার তারা আদালতে জানায়, ভিসা নীতি বাতিল করতে শীঘ্রই সরকারি নির্দেশিকা জারি হবে। দু’দিন আগে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার উচ্চ আদালত জানায়, এইচ-৪ ভিসায় নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলাটি আটকে রাখলে চলবে না। আজ তিন সদস্যের বেঞ্চে শুনানি হয়। বিচারপতিদের মধ্যে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত শ্রী শ্রীনিবাসন। তারা জানান, ২২ ফেব্রুয়ারির মধ্যে প্রশাসনকে সিদ্ধান্ত জানাতে হবে। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।