Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল পাচ্ছে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়

তুরস্কের কাছে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট মিসাইল বিক্রির অনুমোদন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন কংগ্রেসকে অবহিত করার পর মঙ্গলবার এ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তুরস্কের কাছে ৮০টি প্যাট্রিয়ট গাইডেন্স এনহান্সড মিসাইল এবং অন্য আরও ৬০টি মিসাইল বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও এর সঙ্গে সংশ্লিষ্ট রাডার সেট, এনগেজমেন্ট কন্ট্রোল স্টেশন ও লঞ্চিং স্টেশনসহ প্রয়োজনীয় অন্যান্য উপকরণও সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের গোড়ার দিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, রাশিয়ার তৈরি এস ৪০০ কেনা থেকে ন্যাটো মিত্র তুরস্ককে বিরত রাখতে তারা দেশটির কাছে মার্কিন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে আগ্রহী। উল্লেখ্য, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মূলত আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। অন্যান্য ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ভূপাতিত করাই এর মূল কাজ। এগুলো সামরিক ঘাঁটির খুব কাছেই থাকে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ