Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তানের নাম হিটলার রাখায় বাবা-মায়ের কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ৫:৫৭ পিএম

শখ করে সন্তানের নাম রেখেছিলেন জার্মান স্বৈরাচারী শাসক অ্যাডল্ফ হিটলারের নামে। সেজন্য ‘নব্য নাৎসি’ চিন্তাধারায় বিশ্বাসী এক যুগলকে যেতে হল জেলে। ‘সন্ত্রাস বিরোধী’ আইনে মঙ্গলবার এই রায় দিয়েছে ব্রিটেনের এক আদালত। ব্রিটেনে নিষিদ্ধ দক্ষিণপন্থী সংগঠন ‘ন্যাশনাল অ্যাকশন’-এর সদস্য হওয়ার জেরে ওই যুগল-সহ মোট ছয় জনকে কারাদণ্ডের নির্দেশ দিল ব্রিটেনের ওই আদালত।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরে সারা পৃথিবী জুড়ে সমালোচিত হয়েছে হিটলারের ‘নাৎসি’ চিন্তাধারা। ব্রিটেনে বসবাসকারী ২২ বছরের অ্যাডাম টমাস ও তার পর্তুগীজ সঙ্গিনী ৩৮ বছরের ক্লদিয়া পাটাতাস এখনও বিশ্বাস করেন সেই চিন্তাধারায়। সেজন্য ছেলের নাম রেখেছিলেন ‘অ্যাডল্ফ’। যার জেরে অ্যাডামকে সাড়ে ছ’বছর ও ক্লদিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বার্মিংহাম ক্রাউন আদালতের বিচারক ইনম্যান মেলবোর্ন। শুধু তাই নয় ওই যুগল ‘ন্যাশনাল অ্যাকশন’ নামের এক দক্ষিণপন্থী দলের সদস্য ছিলেন। ‘নব্য নাত্সি’ চিন্তাধারায় বিশ্বাসী ওই গুপ্ত সংগঠনটিকে ২০১৬ সালে নিষিদ্ধ ঘোষণা করেছিল ব্রিটেন।
মঙ্গলবার রায়দানের সময় ব্রিটেনের বার্মিংহাম ক্রাউন আদালতের বিচারক ইনম্যান মেলবোর্ন বলেছেন, ‘এ দেশের গণতন্ত্রকে বিপন্ন করে নাত্সি কায়দার রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চায় ন্যাশনাল অ্যাকশন। তারা সমাজকে হিংসা ও গণহত্যার দিকে ঠেলে দিকে চায়।’ ওই যুগল সম্পর্কে তিনি জানিয়েছেন, ‘জাতিবিদ্বেষী হিংসায় তাঁদের বিশ্বাস অনেক দিনের। ওই জন্যে সন্তানের নাম রেখেছেন অ্যাডল্ফ।’
তদন্তকারীরা ওই যুগলের বাড়ি থেকে একটি ছবি উদ্ধার করেছেন। তাতে দেখা যাচ্ছে, ‘কু ক্লাক্স ক্ল্যান’ পোশাক পরে নিজের সন্তানকে জড়িয়ে ধরে আছেন অ্যাডাম। ‘কু ক্লাক্স ক্ল্যান’ একটি বিশেষ ধরনের পোশাক, যা নাত্সিবাদের প্রতীক রূপে গণ্য হয়ে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ