Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন বিমান হামলায় ৬২ আল-শাবাব নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৮, ৫:০৭ পিএম

মার্কিন বিমান হামলায় সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের ৬২ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। শনিবার ও রবিবার সোমালিয়ার গান্ডারিশ ও বানাদির প্রদেশের দক্ষিণ-মধ্যাঞ্চলের এই অভিযান চালানো হয়। খবর বিবিসি।
মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড সোমবার দাবি করে, শনিবার চারটি হামলায় ৩৪ জঙ্গিকে হত্যা করা হয়েছে। আর রবিবার দুইটি হামলায় হত্যা করা হয় আরও ২৮ জনকে।
বিবৃতিতে বলা হয়, আফ্রিকা কমান্ড ও সোমালি সহযোগীরা সন্ত্রাস দমনে এই হামলা চালায়। প্রত্যন্ত অঞ্চল থেকে তারা হামলার পরিকল্পনা করছিলো। তবে এই বিমান হামলায় কোনও বেসামরিক ব্যক্তি প্রাণ হারায়নি বলেও দাবি করেছে মার্কিন আফ্রিকা কমান্ড।
সোমালিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের হয়ে দেশটিতে প্রায়ই বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটিতে অনেকদিন ধরেই জঙ্গি তৎপরতা চালিয়ে আসছে আল-শাবাব। জিবুতিতে মার্কিন ঘাঁটি থেকে সোমালিয়ায় এ সব হামলা চালানো হয়ে থাকে। আল কায়েদার সাথে সম্পর্কিত আল শাবাব সর্বশেষ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্র তাদের সবশেষ রিপোর্টে সোমালিয়াকে সন্ত্রাসীদের অভয়ারণ্য বলে আখ্যায়িত করেছে। রিপোর্টে আল শাবাবকে হুমকি হিসেবে উল্লেখ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ