রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজারে রুমি আক্তার (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার লক্ষীবরদী গ্রাম থেকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এই লাশটি উদ্ধার করা হয়। নিহত রুমি ওই গ্রামের শাখাওয়াত হোসেনের স্ত্রী। গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই ফরিদ জানান, পাঁচ বছর আগে পার্শ্ববর্তী মোল্লারচর গ্রামের মজিবুর রহমানের মেয়ে রুমির সাথে লক্ষীবরদী গ্রামের আলী হোসেনের ছেলে শাখাওয়াতের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের আগে এ ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।