Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় হারে শুরু টি-২০ সিরিজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ৫:১৪ পিএম

ব্যাটিংয়ে ছিল না বড় পুঁজি। সাকিব আল হাসানের একার লড়াইয়ে তবুও ১২৯ রান করতে পেরেছিল বাংলাদেশ। শেলডন কটরেলের ৪ উইকেটের পর শাই হোপের ঝোড়ো ব্যাটিংয়ে ¯্রফে উড়ে গেছে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতেছে ৫৫ বল বাকি থাকতেই। প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হোপ মাত্র ২৩ বলে ৬ ছক্কা ও ৩ চারে খেলেন ৫৫ রানের দুর্দান্ত ইনিংস। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তার বিদায়ের পর ১৯ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাকি কাজটা সেরেছেন নিকোলাস পুরাণ (১৭ বলে ২৩) ও কিমো পল (১৪ বলে ২৮)।

এর আগে সিলিটে শুরু থেকেই নড়বড়ে ছিলেন দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই জীবন পান তামিম। ওশানে থমাসের বলে দলপতি ব্রাফেট ক্যাচ মিস করেন। ইনিংসের দ্বিতীয় ওভারে শেলডন কতরেলের বলে ব্রাফেটের হাতে ক্যাচ তুলে দেন ৭ বলে ৫ রান করা তামিম। দলীয় ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৯ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার লিটন দাস। ৫ বলে ৬ রান করে থমাসের বলে ব্রফেটের হাতে ক্যাচ দেন লিটন। চতুর্থ ওভারে কতরেলের বলে বিদায় নেন ৫ রান করা সৌম্য সরকার। দলীয় ৩১ রানের মাথায় বাংলাদেশ তৃতীয় উইকেট হারায়।

ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে বিদায় নেন মুশফিকুর রহিম। দলীয় ৪৮ রানের মাথায় রানআউট হন মুশফিক (৫)। এরপর ২৫ রানের জুটি গড়েন সাকিব-মাহমুদউল্লাহ। দলীয় ৭৩ রানের মাথায় কতরেলের বলে খোঁচা দিলে উইকেটের পেছনে ধরা পড়েন ১৯ বলে ১২ রান করা মাহমুদউল্লাহ। সাকিবের সঙ্গে ৩০ রানের জুটি গড়ে বিদায় নেন আরিফুল হক। ফ্যাবিয়ান অ্যালেনের করা ইনিংসের ১৬তম ওভারে উড়িয়ে মারতে গিয়ে আরিফুল ক্যাচ দেন নিকোলাস পুরানোর হাতে। বিদায়ের আগে ১৮ বলে দুইটি বাউন্ডারিতে তিনি করেন ১৭ রান।

ফ্যাবিয়ান অ্যালেনকে ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টিতে অষ্টম ফিফটি তুলে নেন সাকিব। ব্রফেটের বলে এরপর বিদায় নেন মোহাম্মদ সাইফউদ্দিন (১)। ইনিংসের ১৮তম ওভারে কতরেলের চতুর্থ শিকারে বিদায় নেন সাকিব। তার আগে ৪৩ বলে দুটি ছক্কা, আটটি চারের সাহায্যে করেন ৬১ রান। মিরাজ ১০ বলে ৮ রান বিদায় নেন। ১৯তম ওভারের শেষ বলে মোস্তাফিজুর রহমান বোল্ড হওয়ার আগে কোনো রান পাননি। আবু হায়দার রনি ১ রানে অপরাজিত থাকেন।

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর প্রথম টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। শেষ দুই ম্যাচ হবে ঢাকায়, ২০ ও ২২ ডিসেম্বর।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ১৯ ওভারে ১২৯ (তামিম ৫, লিটন ৬, সৌম্য ৫, সাকিব ৬১, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ১২, আরিফুল ১৭, সাইফউদ্দিন ১, মিরাজ ৮, আবু হায়দার ১*, মুস্তাফিজ ০; কটরেল ৪/২৮, পল ২/২৩, ব্রাফেট ১/১৩, অ্যালেন ১/১৯, টমাস ১/৩৩)।

ওয়েস্ট ইন্ডিজ : ১০.৫ ওভারে ১৩০/২ (লুইস ১৮, হোপ ৫৫, পুরাণ ২৩*, পল ২৮*; মাহমুদউল্লাহ ১/১৩, সাইফউদ্দিন ১/১৩)।

ফল : বাংলাদেশ ৮ উইকেটে পরাজিত।

ম্যাচ সেরা : শেলডন কটরেল (উইন্ডিজ)।

সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ