Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিজেপি-মুক্ত ভারত’ সম্ভব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ভারতের পাঁচ রাজ্যে নির্বাচনে বিপর্যয়ের পর সোজাসুজি প্রধানমন্ত্রী মোদীকেই বিঁধল এনডিএ জোট সঙ্গী শিবসেনা। দলের মুখপত্র ‘সামনা’য় এ নিয়ে গতকাল বৃহস্পতিবার বিজেপি ও মোদীকে তুলোধনা করা হয়েছে।
সামনায় বলা হয়েছে, বিজেপির স্বপ্ন ছিল কংগ্রেসমুক্ত ভারত গড়ার। পাঁচ রাজ্যে নির্বাচনের ফল তা একবারে গুঁড়িয়ে দিয়েছে। বিজেপির চাণক্য মস্তিস্কের প্ররোচনায় ছত্তিশগড়ে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করতে গিয়ে অজিত যোগীর সুবিধা হয়েছে।
রাজস্থানেও কংগ্রেস ১৪০ পার করে দিতে পারতো, কিন্তু তাদের নিজেদের কলহ-ই তা করতে দেয়নি। যা আসন বিজেপি পেয়েছে তাতে তাদের খুব বেশি ভূমিকা নেই। বিজেপি ভেবেছিল সব নির্বাচনেই তারা জিতে যাবে। এখন পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল সাফ ইঙ্গিত দিচ্ছে বিজেপি-মুক্ত ভারত সম্ভব। হিন্দি বলয়েই জমি হারিয়েছে বিজেপি। সেখানে কৃষকরা ভুগছেন, দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে, বেকার সমস্যা হুহু করে বাড়ছে আর প্রধানমন্ত্রী মোদি হাইফাই আন্তর্জাতিক বিষয় আউড়ে চলেছেন। এর ফল ফলেছে। সূত্র : জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ