Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে সিলেটে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

‘আর যদি ২০-১৫টা রান হতো’! গতপরশু দ্বিতীয় ওয়ানডে শেষে মাশরাফি বিন মুর্তজার এই হাহাকার মিশে ছিল মিরপুরের হোম অব ক্রিকেটের হাজার বিশেক দর্শকের কণ্ঠেও। টানা জয়ের মধ্যে থাকা বাংলাদেশ এদিন ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে ৪ উইকেটের ব্যবধানে। অধিনায়কের কথায় যতটা ব্যাটসম্যানদের ব্যর্থতা প্রকাশ পেল, ঠিক ততটাও থারাপ করেনি বাংলাদেশ। পঞ্চপান্ডবের তিনজনই পেয়েছেন ফিফটির দেখা, কিন্তু শেষদিকে প্রত্যাশিত রান তুলতে না পারা এবং ক্যাচ মিস আর মুস্তাফিজ-রুবেল-মাশরাফিদের খরুচো বোলিংই এই আক্ষেপের মূল কারণ। এই ম্যাচ জিতলে আরেকবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের উদযাপনটা সেরে নিতে পারত বাংলাদেশ। সেই সঙ্গে দেশসেরা অধিনায়কের মিরপুরে ‘শেষ’ ম্যাচটিও রাঙানো হত জয় দিয়ে। তবে এই আক্ষেপ মেটানোর স্বপ্ন নিয়ে গতকালই সিলেটে পা রেখেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি দিয়েই ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে গত মাসেই টেস্ট আঙিনায় পদার্পণ করা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের।
দেশের সবচেয়ে আকর্ষনীয়, নয়নাভিরাম এই ভেন্যুর টেস্ট অভিষেকটা রাঙাতে পারেনি বাংলাদেশ। তবে আগামীকাল জয় দিয়েই সিরিজ জয়েল সঙ্গে দেশের মাটিতে নিজের ‘শেষ সিরিজ’ আর লাক্কাতুরার অভিষেকটা স্মরণীয় করে রাখতে চায় মাশরাফি। সেটি করতে হলে যে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে উন্নতি দরকার তা আগের দিন ম্যাচ পরবর্তি সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক। দ্বিতীয় ওয়ানডের ভুলগুলো সংশোধন করতে পারলে সিলেটে জেতা সম্ভব হবে, ‘সব সময় টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে পারলে সুবিধা বেশি থাকে। আজকে জিতলে আত্মবিশ্বাসও ভালো পর্যায়ে থাকত। এখন ওয়েস্ট ইন্ডিজের আত্মবিশ্বাস ভালো পর্যায়ে থাকবে। ভুলগুলো ঠিক করে নিলে অবশ্যই পরের ম্যাচে আমাদের জেতা সম্ভব হবে। এখানে যা খেলেছি তার চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। সিলেটে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আমাদের অনেক উন্নতি করতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারাতে দুই দলের সবশেষ সিরিজ থেকে অনুপ্রেরণা পাচ্ছেন মাশরাফি। ক্যারিবিয়ানে দ্বিতীয় ম্যাচ হারার পর তৃতীয়টিতে জিতে সিরিজ ঘরে তুলেছিল তার দল, ‘আমি মনে করি, সেই দাপট নিয়েই খেলা উচিত। আজকের (গতপরশু) ম্যাচ অবশ্যই হতাশাজনক, আমরা হেরেছি। তবে একই সঙ্গে কিছু ইতিবাচক ব্যাপারও ছিল। আমরা আরেকটু ভালো করলে হয়তো ম্যাচটা বের করে নিতে পারতাম।’
সিলেটে এখন পর্যন্ত খেলা দুটি আন্তর্জাতিক ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। বছরের শুরুতে টি-টোয়েন্টিতে হেরেছিল শ্রীলঙ্কার কাছে। কদিন আগে টেস্টে হারে জিম্বাবুয়ের বিপক্ষে। মাশরাফির আশা, ওয়ানডে দিয়ে পাল্টাবে চিত্র। নয়নাভিরাম মাঠে একটা সংস্করণে বাংলাদেশ শুরু করবে জয় দিয়ে, ‘এমন অবস্থা থেকে আমরা আগেও ঘুরে দাঁড়িয়েছি। আমাদের ঘরের মাঠে খেলা, সুযোগটা আমাদের নিতে হবে। শিশির একটু বেশি থাকবে সিলেটে। তার সঙ্গে মানিয়ে নিয়েই জেতার চেষ্টা করতে হবে।’
মিরপুরে দুটি ওয়ানডেই শুরু হয়েছিল বেলা একটায়। শিশিরের প্রভাবের কথা চিন্তা করে আগে থেকে ঠিক করে রাখা আছে, শুক্রবার সিলেটে সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিজ

১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ