Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

মোদিকে দেয়ালের লিখন পড়ার পরামর্শ রাহুলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি’র ভরাডুবির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেয়ালের লিখন পড়ার পরামর্শ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোদিকে এমন পরামর্শ দেন তিনি। দিল্লির আকবর রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ‘কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্নের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তা অসম্ভব। মোদির থেকে শিখলাম কোন কাজ করা উচিত নয়।’ রাহুল গান্ধী বলেন, ‘কৃষকদের দুরবস্থা, বেকারত্ব এবং দুর্নীতি- এই তিনটি বিষয়ের ওপর ভর দিয়েই ২০১৪ সালে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু তিনি দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। গত পাঁচ বছরে দেশের সমস্যা দূর করতে পারেননি মোদিজি।’ মধ্যপ্রদেশে ক্ষমতায় এলে কৃষি ঋণ মওকুফ করারও প্রতিশ্রুতি দেন রাহুল। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে কংগ্রেসের উত্থানে জাতীয় রাজনীতিতেও বদলে ইঙ্গিত দেখছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ‘যে আওয়াজ এখন উঠেছে, সেটা আমাদের শুনতে হবে। এখন পরিবর্তনের সময়। সেটাকেই এগিয়ে নিয়ে যাবো আমরা। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে অনেক কাজ করার আছে। আমরা তিন রাজ্যেই উন্নয়নের চেষ্টা করব।’ এদিন বেকারত্ব, কর্মসংস্থান করার প্রশ্নে মোদি সরকারকে কটাক্ষ করেন রাহুল। বলেন, ‘মানুষের চাহিদা পূরণে ব্যর্থ বিজেপি। প্রধানমন্ত্রী চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রাখতে পারেননি। আপনারা যা করছেন, তাতে দেশের মানুষ খুশি নয়। ভোটের এই ফলাফলে আশা করি সেই বার্তাই পেয়েছেন প্রধানমন্ত্রী এবং তার দল বিজেপি। মোদিজি কখনই মানুষের চাহিদা বুঝতে পারেননি। বেকারত্ব এবং কৃষকদের সমস্যা শুধু মধ্যপ্রদেশের ব্যাপার নয়, গোটা দেশের কাছে সমস্যা। মোদির আমলে দেশ ভালো নেই।’ এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ