Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসূল (সা.)’র আগমনে পৃথিবী ধন্য বায়তুশ শরফের পীর

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

এম. বেলাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) থেকে : বায়তুশ শরফের পীর বাহরুল উলুম শাহ সুফী আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন বলেছেন, রাসূল (স.)’র আগমনে পৃথিবী ধন্য, রাসূল (স.)’র অনুসারিরা সমাজে বরণ্য। নবী করিম (স.) আদর্শ ও জন্ম চরিত্র তুলে ধরে তরিক্বত ও শরীয়ত সম্পর্কে মূল্যবান আলোচনা করেন। গত সোমবার বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ বেরুলিয়া শাখার উদ্যোগে রাউজান ফায়ার সার্ভিস এর দক্ষিণ পার্শ্বস্থ মাঠে আয়োজিত পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে ওয়াজ মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ড. শফিকুল ইসলাম চৌধুরী। মাওলানা কাজী শিহাব উদ্দিন ও মাওলানা আবু ছালেহ’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, আবুল হায়াত মো. তারেক, মাওলানা মো. নুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বায়তুশ শরফ মজলিসুল উলামা বাংলাদেশ’র মহাসচিব হযরত মাওলানা মামুনুর রশীদ নূরী। মো. হারুন-অর-রশিদের তত্ত¡বধানে উপস্থিত ছিলেন মাওলানা সালাউদ্দিন বেলালী, ওসমান গণি চৌধুরী, শামসুল আলম সওদাগর, অ্যাডভোকেট মো. মিয়া রহিম, আহসান হাবিব চৌধুরী হাসান, এস.এম বাবর, আব্দুল মান্নান, মোজাহেরুল ইসলাম বাবুল, রফিক তালুকদার, মোজাম্মেল হক লিটন, হামিদুল ইসলমা টিটু, কাজী মাওলানা মামুনুর রশিদ, মো. হোসেন প্রমূখ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাসূল (সা.)

১০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ