Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে কারাবন্দি ২ সাংবাদিক পেলেন ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বার্তা সংস্থা রয়টার্সের কারাবন্দি দুই সাংবাদিক ওয়া লোন ও কাইওয়া সোয়ে ও এবার ব্রিটিশ সরকারের দেয়া ‘ব্রিটিশ জার্নালিজম এওয়ার্ড’ জিতেছেন। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা নিয়ে অনুসন্ধানী রিপোর্টের কারণে কর্তৃপক্ষ তাদেরকে জেল দিয়েছে। ওই দুই সাংবাদিককে জেল দেয়ার এক বছর স্মরণে লন্ডনে এক অনুষ্ঠানে তাদেরকে এ সম্মান দেয়া হয়। বৃটেনের ফরেন অ্যাফেয়ার্স জার্নালিজম ক্যাটাগরি ও ইনভেস্টিগেশন অব দ্য ইয়ার- গেøাবাল ফর ম্যাসাকার ইন মিয়ানমার- এ বিষয়ে তারা ওই সম্মাননা পান। বৃটিশ জার্নালিস্ট এওয়ার্ডস বিচারকরা বলেন, তাদের ওই অনুসন্ধান ছিল টপ ক্লাস। খুঁটিয়ে খুঁটিয়ে গবেষণা করা হয়েছে তা নিয়ে। আমরা রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার বহু রিপোর্ট দেখেছি। কিন্তু তারা যেটা করেছেন তা, তা থেকে অনেক বেশি। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ