Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় পৃথক ঘটনায় নিহত দুই

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ৮:০০ পিএম

নেত্রকোনা জেলা শহরের নাগড়া শেখ পাড়া এলাকায় নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে অবসরপ্রাপ্ত ব্যাংকার ৭০ বছরের বৃদ্ধ ইসলাম উদ্দিনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতের কোন এক সময় ধূমপান করা কালীন এ দুর্ঘটনার শিকার হন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতের ছোট মেয়ে টাঙ্গাইল কলেজের ছাত্রী স্মৃতি আক্তার বলেন, তার বাবা এমনিতেই স্ট্রোকের রোগী ছিলেন। তিনি নিজ ঘরে একাই ঘুমাতেন। গত রাতে তার বড় বোন শারমিনের সিজারের জন্য তারা সবাই ময়মনসিংহে অবস্থান করছিল। বাসায় ছোট দুই ভাই ছিলো। ভোর রাতে আগুনের পুড়া গন্ধে তাদের ঘুম ভেঙ্গে গেলে এগিয়ে গিয়ে দেখে বিছানাসহ তাদের বাবা শরীরে আগুন জ্বলছে। এ সময় তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে ঘটনাস্থলেই ইসলাম উদ্দিন মারা যান। সকালে খবর পেয়ে তারা ছুটে আসেন।

নেত্রকোনার জেল সুপার আব্দুল কদ্দুছ জানান, মঈনপুর এলাকার দারগ আলীর পুত্র নুরুল ইসলাম (৪০) গত ছয় মাস পূর্বে মাদক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে আদালতের নির্দেশে কারাগারে আসেন। সে দীর্ঘদিন যাবৎ হিরোইন সেবন করায় শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েছিল। তাকে এক মাস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়ে আনা হয়। গতকাল সন্ধ্যায় সে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শ্রদ্ধা নাথ জানান, গতকাল সোমবার সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ একজন হাজতিকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূলত স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ