Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আম্বানির মেয়ের বিয়েতে হিলারি ক্লিনটন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ৪:০১ পিএম

বিয়ে হচ্ছে ভারতের শ্রেষ্ঠ ধনী মুকেশ আম্বানি ও নীতা আম্বানি কন্যা ইশার। আগামী ১২ ডিসেম্বর ইশা ও আনন্দ পিরামলের বিয়ে অনুষ্ঠিত তবে। তাদের বিবাহপূর্ব অনুষ্ঠান হচ্ছে উদয়পুরে। ৮ ও ৯ ডিসেম্বর দুদিনের এ প্রি-ওয়েডিং অনুষ্ঠান উপলক্ষে জমজমাট হয়ে ওঠে উদয়পুর। বলিউডের ছোট বড় প্রায় সব তারকাই ভিড় করেন সেখানে। বাদ যাননি ক্রিকেটাররাও। এমনকি বিদেশ থেকেও অতিথিরা এসেছেন।
৮ ডিসেম্বর, অর্থাৎ শনিবার বিকাল পাঁচটা থেকেই অতিথিরা আসতে শুরু করেন। সউদী জ্বালানিমন্ত্রী খালিদ আল ফালিহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও তার স্ত্রী এবং মেয়ে জিবা, শচিন তেন্ডুলকর ও তার স্ত্রী অঞ্জলি, জহির খান ও তার স্ত্রী সাগরিকা, বলিউড তারকারা ঐশ্বর্য রাই ও তার স্বামী অভিষেক বচচন, সালমান খান, বনি কাপুর ও তার মেয়েরা প্রমুখ। রোববারেও অনেকের আসার কথা।
তবে অতিথি তালিকায় সবচেয়ে বড় চমক ছিলেন প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি এবং ওবামা সরকারের বিদেশ সচিব হিলারি ক্লিন্টন। তারকাদের একঝলক দেখতে উদয়পুর বিমানবন্দরের বাইরে হাজির হয়েছিলেন বহু মানুষ। সে সময়ই দেহরক্ষীদের সঙ্গে বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসেন হিলারি ক্লিন্টন।
অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে এমব্রয়ডারি করা মেরুন কুর্তি এবং কালো ট্রাউজার ছিল তার পরনে। চোখে ছিল কালো চশমা। তাকে অভ্যর্থনা জানাতে খোদ আম্বানি দম্পতি বিমান বন্দরে এসেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ