Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নভেম্বরে ২৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

নভেম্বরে ইসরাইলি দখলদারি বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছেন ২৪ জন ফিলিস্তিনি। এদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। পিএলও’র সেন্টার ফর স্টাডি অ্যান্ড ডকুমেন্টেশনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। নিহতদের মধ্যে ২১ জনই অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দা। বাকিরা প্রাণ হারান অবরুদ্ধ পশ্চিমতীরে। পিএলও জানায়, ইসরাইলি বাহিনী ৩৫ লাশ আটকে রেখেছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে নিষিদ্ধ। এই একমাসে গ্রেফতার হয়েছে ৪৫০ জন ফিলিস্তিনি। এরমধ্যে ১২ জন গাজা থেকে। তাজা গুলি ও টিয়ার গ্যাসে আহত হয়েছেন ৮৫০ জন। তাদের মধ্যে ৪৯০ জন গাজা উপত্যকার এবং প্রায় ৩৬০ জন পশ্চিমতীর ও জেরুজালেম থেকে। এছাড়া আক্রমণের শিকার হয়েছেন সাংবাদিকও। এসময় নতুন ৬৪০টি বসতি নির্মাণেরও অনুমতি দিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ