প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত ১৫ নভেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তরুণ সঙ্গীতশিল্পী শেখ সাদীর মিউজিক ভিডিও ‘ললনা’। কোনও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ হওয়া এটাই তার প্রথম গান। গানটি প্রকাশের পর থেকেই বেশ আলোচনায় আসেন শেখ সাদী। ইতোমধ্যে গানটির ভিউ অতিক্রম করেছে এক কোটি, যা নতুন শিল্পীদের ক্ষেত্রে সচরাচর ঘটে না। গানটির কথা-সুর-কণ্ঠ দিয়েছেন সাদী নিজেই। মেহেদী হাসান লিমনের সার্বিক তত্ত্বাবধানে গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ব্যয়বহুল মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন শেখ সাদী ও মারিয়া ননি। গানটির কথাতেও নতুনত্ব আছে। কথাগুলো হচ্ছে, ও ললনা ও ললনা তুমি আমার মনটা বোঝ না/ ও ললনা তোমার সাথে আমার বনে না/ ও ললনা নাটক বোঝ আবেগ বোঝ না। শেখ সাদী বলেন, আমার প্রথম গানে কোটি ভিউ হওয়াতে আমি খুব খুশি। এতটা আশা করিনি। সিএমভিকে ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাই সকল শ্রোতা-দর্শকের কাছে। সবার এমন ভালোবাসা নিয়ে আমি আরও ভালো ভালো গান করতে চাই। সাদী আরও জানান, এ গানের পর সিএমভির ব্যানার থেকে শিগগিরই আরও কিছু গান-ভিডিও প্রকাশিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।