Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দূষণে ভারতে সাড়ে ১২ লাখ মানুষের মৃত্যু ২০১৭ সালে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

২০১৭ সালে বাতাস দূষণের শিকার হয়ে ভারতে প্রায় ১২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে একটি জরিপ। বিশ্বজুড়ে সুপরিচিত পরিবেশ বিষয়ক জার্নাল ল্যানচেট প্লানেটারি হেলথ-এ বৃহস্পতিবার প্রকাশিত জরিপে বলা হয়েছে, ওই বছরে মারা যাওয়া মোট মানুষের মধ্যে ১২ দশমিক ৫ শতাংশের মৃত্যুর কারণ বাতাস দূষণ। দূষিত বাতাসের কারণে মারা যাওয়া ৫১ শতাংশ মানুষের বয়স ৭০ বছরের নিচে। এই দূষণের কারণে ভারতের মানুষের প্রত্যাশিত গড় আয় দেড় বছরেরও বেশি কমেছে বলে জানিয়েছে ওই জরিপ। ল্যানচেট প্লানেটারি হেলথ জার্নালে প্রকাশ হওয়া জরিপ পরিচালনা করেছেন ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের অ্যাকাডেমিক এবং বিজ্ঞানীরা। ভারত সরকার এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এর পাশাপাশি এতে অর্থায়ন করেছে বিল অ্যান্ড মিলিন্ড গেটস ফাউন্ডেশনও। জরিপে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লির বাতাসে পিএম ২ দশমিক ৫ নামে পরিচিত ক্ষুদ্র কণার উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়। এই কণা ফুসফুসের অভ্যন্তরে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে বলে ওই জরিপে বলা হয়েছে। ওই জরিপ বলছে, বাতাসের মান স্বাস্থ্যকর পর্যায়ে থাকলে ২০১৭ সালে ভারতের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ১ দশমিক ৭ বছর বেড়ে যেত। তবে সম্প্রতি শিকাগো ইউনিভার্সিটির এক প্রতিবেদনে এর চেয়েও আশঙ্কা জনক তথ্য দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, দূষণের কারণে ভারতীয়দের প্রত্যাশিত গড় আয়ু চার বছরেরও বেশি কমে যাচ্ছে। এছাড়া চলতি শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছিল বিশ্বের সবচেয়ে দূষিত ১৪টি শহরের অবস্থান ভারতে। প্লানেটারি হেলথ জার্নালে প্রকাশিত নতুন জরিপে বলা হয়েছে, ভারতে মানুষের মৃত্যু ও প্রত্যাশিত গড় আয়ুর ওপর বাতাস দূষণের প্রভাব হয়তো আগের ধারণার চেয়ে কম হতে পারে তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তা। আল-জাজিরা।



 

Show all comments
  • Shihab Uddin Khan ৮ ডিসেম্বর, ২০১৮, ৯:৫৩ এএম says : 0
    What can we do to save Dhaka city from air pollution?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ