Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

গো-হত্যার ঘটনাই মাথাব্যথা পুলিশের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বুলন্দশহরে গো-হত্যার তদন্ত নিয়ে পুলিশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, গো-হত্যার তদন্ত করলেই পুলিশকর্তা হত্যার তদন্তের নিষ্পত্তি করা যাবে বলেই মনে করছে পুলিশ মহল। গো-হত্যা করল কারা? এখন এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মাথায়। ক’দিন আগে গো হত্যার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের বুলন্দশহর। সংঘর্ষের জেরে নিহত হন পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিং-সহ ২ জন। এ ঘটনার তদন্তে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই মুহূর্তে পুলিশের প্রধান মাথাব্যথা গো হত্যার তদন্ত নিয়ে। গো হত্যার তদন্ত করলেই পুলিশ আধিকারিক হত্যার তদন্তের নিষ্পত্তি করা যাবে বলেই মনে করছে পুলিশ মহল। এ প্রসঙ্গে বুলন্দশহরের অতিরিক্ত পুলিশ সুপার রইস আখতার বলেন, ‘‘গরুগুলো কারা মারল, তাদের চিহ্নিত করাই এখন প্রধান লক্ষ্য। তার কারণ, গো হত্যার জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ