মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের শিক্ষা ও সংস্কৃতির পাদপীঠ হিসেবে পরিচিতি পুনে। ১৮৭৮ সালে নির্মিত খাদাকওয়াসালা বাঁধের মাধ্যমেই পুনে শহরের ৪০ লাখ মানুষের পানি সরবরাহ হতো। পুনেতে কলিঙ্গ নামে এক নিরামিষাশী হোটেলে খাবার খেতে ঢুকেছিলেন স্বামী-স্ত্রী। হোটেলের এক ওয়েটার এসে তাদের জিজ্ঞাসা করল, ‘আপনাদের কি পানি লাগবে?’ জবাবে তারা বললেন, হ্যাঁ, লাগবে। স্বামী-স্ত্রীর মধ্যে স্ত্রীকেই প্রথম পানি দেয়া হলো। স্ত্রীর নাম গৌরীপূজা মঙ্গেশকর। গৌরীপূজার সঙ্গে কথা বলেছেন বিবিসির এক প্রতিনিধি। গৌরীপূজা জানান, ‘কিছুক্ষণ পর দেখা গেল একটা ছেলে মাত্র আধা গ্লাস পানি দিয়ে গেছে। আমি ভেবেছিলাম, নারী বলে আমাকে খাটো করা হয়েছে। কিন্তু একটু পর দেখলাম, আমার স্বামীকেও আধা গ্লাস পানিই দেয়া হয়েছে।’ বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।