Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসায় প্রধানমন্ত্রীর সাহায্য কামনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লোক গানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চলছে তার চিকিৎসা। কাঙ্গালিনী সুফিয়ার মেয়ে পু®প জানান, তার মা গত মঙ্গলবার ব্রেন স্ট্রোক করেন। তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। স্ট্রোকের সমস্যা ছাড়াও কিডনি, হার্টের কঠিন অসুখে ভুগছেন কাঙ্গালিনী সুফিয়া। দেখছেন না চোখেও। এমন জটিল অসুখের চিকিৎসায় অনেক অর্থের প্রয়োজন। এত অর্থ যোগান দিতে পারছে না তার পরিবার। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেছেন। পু®প বলেন, আমার মা সারাজীবন মানুষের জন্য গান করে বেড়িয়েছেন পথে পথে। এই দেশের মানুষও আমার মাকে অনেক কিছু দিয়েছে, রাষ্ট্রও তাকে অনেক স্বীকৃতি দিয়েছে। সেজন্য আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আজ জীবনের শেষপ্রান্তে এসে তিনি নানা অসুখে ভুগছেন। অর্থের অভাবে তাকে সুস্থ করা যাচ্ছে না। চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসা প্রয়োজন। যার ব্যায়ভার আমাদের পক্ষে বহন করা সম্ভব না। সেজন্য আমরা প্রধানমন্ত্রীর সাহায্য চাই। কাঙ্গালিনী সুফিয়ার নাতি শাহরিয়ার হাফিজ বলেন, আমার নানি সারাজীবন গান করেছেন। অর্থের পেছনে ছুটেননি কখনো। তিনিও অভাবে জীবন কাটিয়েছেন, তার সন্তানেরাও অভাবে। এত বড় গুণী মানুষ, অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। নানিকে পুরোপুরি সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন। সেজন্য আমরা মমতাময়ী, সংস্কৃতিবান্ধব নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসা

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ