Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ৮:৩৪ পিএম


সাতক্ষীরার কালিগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর গ্রামে আব্দুল ওহাবের পুকুর থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ জানান, অর্ধগলিত মধ্য বয়সী ব্যাক্তির লাশটি ভাঁসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। এরপর পুলিশ তাছের আলীর বাঁশ বাগান সংলগ্ন আব্দুল ওহাবের পুকুর থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।লাশটির পরিচয় জানা যায়নি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান লাশটি উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন,লাশটির পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ