Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নাফটা’ থেকে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ৫:২৬ পিএম

নাফটা থেকে খুব শিগগিরই বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি আর্জেন্টিনার রাজধানী বুয়েন্সআয়ার্সে জি-২০ সম্মেলনে এমনই আভাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি খুব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেব এবং নাফটা চুক্তি বাতিল করব। আমেরিকার জন্য এটি এক প্রকার বাঁধা হয়ে দাঁড়িয়েছে।’
সম্মেলন চলাকালীন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইটোর সঙ্গে নতুন একটি চুক্তি সই করেছেন। নতুন এ চুক্তি বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের কর্মী, কৃষক, খামারি ও ব্যবসায়ীদের জন্য এই চুক্তি বেশ লাভজনক হবে। এতে এ অঞ্চলের বাণিজ্য ও অর্থনীতির আরও সম্প্রসারণ হবে।’
‘উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি’ (নাফটা) থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে ট্রাম্প তার পরিকল্পনা মার্কিন কংগ্রেসকে জানাবেন বলে জানিয়েছেন। এবং তাদের ছয় মাসের জন্য সময় দেবেন। আর্জেন্টিনা থেকে দেশে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্র: সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ