Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যোগীর বাড়িতে নিহত পুলিশের পরিবার, যোগেশকে আত্মসমর্পণের নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ৫:১১ পিএম

লখনৌয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে দেখা করল নিহত পুলিশ ইনস্পেক্টরের পরিবার।
কেটে গিয়েছে তিন দিন। ইতিমধ্যেই তার বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছে বার বার। চাপের মুখে পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে সমালোচনা কমেনি। অবশেষে এ বার চাপের মধ্যেই নিহত পুলিশ ইনস্পেক্টর সুবোধকুমার সিংহের পরিবারের সঙ্গে দেখা করলেন যোগী।
বৃহস্পতিবার লখনউয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে দেখা করেন নিহত পুলিশ ইনস্পেক্টরের স্ত্রী। সঙ্গে ছিল তার দুই ছেলে এবং সুবোধকুমারের বোন। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়।
সূত্রের খবর, এ দিনও সুবোধের বোন ফের অভিযোগ করেন দাদরি-কাণ্ডের তদন্ত করেছিলেন বলেই তাঁর দাদা ইনস্পেক্টর সুবোধকুমার সিংহকে পরিকল্পিত ভাবে খুন করা করেছে।
গত সোমবার সকালে বুলন্দশহরে ২৫টি গবাদি পশুর দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। গোহত্যার গুজব ছড়িয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলি পথে নামলে ছড়ায় হিংসা। খুন হন পুলিশ ইনস্পেক্টর সুবোধকুমার সিংহ এবং যুবক সুমিতকুমার সিংহ। এই ঘটনায় গোহত্যা এবং হিংসার ঘটনা নিয়ে দু’টি মামলা দায়ের করা হয়েছে। হিংসার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠেছে বজরং দলের নেতা যোগেশ রাজের। যদিও যোগেশ সোমবার থেকে ফেরার। ইতিমধ্যেই তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে বজরং দল। যদিও দলীয় নেতৃত্বের বিশ্বাস, তিনি নির্দোষ।
পাশাপাশি, ভিডিয়ো প্রকাশ করে যোগেশ দাবি করেছে,ঘটনাস্থলে সে ছিল না। কিন্তু পুলিশের দেওয়া ফুটেজে তাকে দেখা গিয়েছে। যোগেশের দাবি, বুলন্দশহরের ঘটনায় তিনি জড়িত নন৷ ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে তাকে৷ যোগেশের মতোই ভিডিয়ো আপলোড করে নিজেকে নির্দোয দাবি করেছেন ঘটনায় আর এক অভিযুক্ত শিখর অগ্রবাল দাবি করেছেন পুলিশ ইনস্পেক্টর সুবোধকুমার দুর্নীতিগ্রস্ত ছিলেন। সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ