Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালামের নতুন গানে মডেল হলেন সুজানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নতুন গান ও ভিডিও নিয়ে আসছেন সংগীতশিল্পী বালাম। এ গানে তার সঙ্গে মডেল হয়েছেন সুজানা জাফর। কয়েকদিন ধরে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও নির্মাণ হচ্ছে। অদিতের তত্বাবধানে ‘হঠাৎ’ শিরোনামের গানের ভিডিও পরিচালনা করছেন পরাগ ও ভাস্কর। এ গানের মডেল হয়ে দুই বছর পর মিউজিক ভিডিওতে কাজ করছেন সুজানা। এটি তার নবম মিউজিক ভিডিও। এর আগে ইমরান, ন্যান্সি, তাহসান খানের গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা গিয়েছিল তাকে। সবগুলো গানই সাড়া ফেলেছিল। সুজানা বলেন, এখানে আমি চঞ্চল, অস্থির, দুষ্টু স্বভাবের মেয়ের চরিত্রে কাজ করছি। সেজন্য চুলের স্টাইলও পরিবর্তন করেছি। পুরোপুরি নতুন সুজানা। বালাম ভাইয়ের সঙ্গে এই প্রথম কাজ করছি। তিনি বলেন, মিউজিক ভিডিওতে কাজ করতে তার সবসময় ভালো লাগে। এতে ক্ষণে ক্ষণে এক্সপ্রেশন নিয়ে খেলতে হয়। গানের সঙ্গে নিজেকে মিশিয়ে নিতে হয়। অনেক মানুষ আমাকে মিউজিক ভিডিও করার জন্য ডাকে। কিন্তু কাজ করি না। কারণ, অ্যারেঞ্জমেন্ট ভালো লাগে না। গান, ভিডিও নির্মাতা, সহশিল্পী, ইউনিট সবকিছু ভালো লাগলেই করি। ‘হঠাৎ’ গানটা যেমন সুন্দর এবং এর পুরো টিম এককথায় অসাধারণ। গানটি লিখেছেন তাহসান খান। সংগীত করেছে অ্যাপিরেস। বালাম, অদিত এবং ব্যারিস্টার চিশতী ইকবাল এই তিনজন মিলে দ্য ইন্ডাস্ট্রি নামে একটি প্রোডাকশন হাউজ খুলেছেন। ২০১৯ সালে নতুন বছরের শুরুতে বালাম-সুজানার এই গানের ভিডিওটি প্রকাশ হবে তাদের ইউটিউব চ্যানেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংগীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ