Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন আটটি সাবমেরিন পাচ্ছে পাকিস্তান নৌবাহিনী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

পাকিস্তান তার নৌবাহিনীর জন্য চীনের সহযোগিতায় আটটি নতুন সাবমেরিন তৈরি করবে। আইডিয়াস-২০১৮ প্রতিরক্ষা প্রদর্শনীতে করাচি শিপইয়ার্ডের প্রকল্প পরিচালক কমোডর এম জাহনবি আহসান বলেন যে, এক থেকে দেড় বছরের মধ্যে সাবমেরিনগুলো তৈরির কাজ শুরু হবে। তিনি বলেন, অত্যাধুনিক আটটি সাবমেরিনের চারটি চীনে তৈরি হবে, বাকিগুলো তৈরি হবে পাকিস্তানে।

আহসান বলেন, সাবমেরিন নির্মাণের ব্যাপারে ২০১১ সাল থেকেই পাকিস্তান ও চীনের মধ্যে বোঝাপড়া রয়েছে। গ্লোবাল ফায়ারপাওয়ার.কম-এর এক হিসাবে দেখা যায় সাবমেরিনের অধিকারী বিশ্বের শীর্ষ তিন দেশ হলে উত্তর কোরিয়া ৮৬টি, চীন ৭৩টি ও যুক্তরাষ্ট্র ৬৬টি।
রোবাক নামে জিস্ব ড্রোনও তৈরি করেছে পাকিস্তান, যা প্রদর্শনীতে দেখানো হয়। এগুলো উপস্থাপন করা হয় মূলত রফতানির জন্য। গত তিন বছর ধরে পাকিস্তান সেনাবাহিনী বিভিন্ন অপারেশনে এসব ড্রোন সফলতার সঙ্গে ব্যবহার করছে।
গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল এন্ড ডিফেন্স সলুশনের পরিচালক আসাদ কামাল বলেন, অটোপাইলট সিস্টেম, নেভিগেশন এন্ড কমউনিকেশন সিস্টেম ও ক্যামেরাসহ সকল যন্ত্রাংশ দেশীয়ভাবে তৈরি। তবে দাম কম রাখার জন্য ইঞ্জিনটি পাকিস্তান তৈরি করছে না। এই ড্রোন কেনার ব্যাপারে মধ্যপ্রাচ্যের কিছু দেশ আগ্রহ প্রকাশ করেছে। কামাল বলেন, সম্ভাব্য রফতানি নিয়ে আমরা আলোচনা করছি। সূত্র : এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাবমেরিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ