মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলকে সিরিয়ার গোলান মালভূমি ত্যাগ করার আহ্বান জানিয়ে একটি রেজ্যুলেশন অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ সভা। জাতিসংঘের সাধারণ সভার শুক্রবারের সেশনে ৯৯ ভোটে এই রেজুলেশন অনুমোদন পায় বলে জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। এর বিরুদ্ধে ভোট পড়ে ১০টি। ভোট দেয়া থেকে বিরত ছিল ৬৬টি দেশ। তবে এই রেজ্যুলেশনকে ‘ইসরাইল-বিরোধী পক্ষপাত’ উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি। তিনি ঘোষণা করেন, ওয়াশিংটন এই রেজ্যুলেশন প্রত্যাখ্যান করার পরিকল্পনা করছে। এই রেজ্যুলেশনে গোলান মালভূমিতে ইসরাইলের তৎপরতা বাড়ানোর সিদ্ধান্তকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ভূখণ্ড থেকে ইসরাইলকে সরে আসা উচিত বলে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘে সিরিয়ার স্থায়ী প্রতিনিধিদলের ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্স মুনজের অভিযোগ করে বলেন, আমাদের ভূমির একটি মূল্যবান অংশ দখল করেছে ইসরাইল এবং তাদের দখলদারিত্বের ভুক্তভোগী হচ্ছে সিরিয়ার জনগণ। নভেম্বরের মাঝামাঝি সময় সিরিয়ার গোলান সীমান্তে ইসরাইলের সামরিকীকরণ এবং মানবিক সঙ্কট বিষয়ক রেজ্যুলেশনকে ‘ইসরাইল-বিরোধী পক্ষপাত’ উল্লেখ করে এর বিরুদ্ধে ভোট দেয়ার ইঙ্গিত দেন নিকি হ্যালি। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন তার বক্তব্যে বলেন, গোলান মালভূমিতে ইসরাইলে দখলদারিত্বের কোনও ধরনের সম্ভাব্য স্বীকৃতি দেয়ার জন্য আলোচনা করছে না ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, ১৯৬৭ সালে মিশর, জর্দান ও সিরিয়ার বিরুদ্ধে ছয়দিনব্যাপী যুদ্ধ শেষে গোলান মালভূমির নিয়ন্ত্রণ নেয় ইসরাইল। স্পুটনিক, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।