মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনায় ইউক্রেনকে অধিকতর সমর্থন দেয়ার যে আহ্বান কিয়েভ জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন ইউরোপীয় নেতারা। ইউক্রেন সরকার রাশিয়ার সঙ্গে পানিসীমায় বিরোধের জের ধরে ন্যাটো জোটকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিল। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল ইউক্রেনের এ আহ্বানের জবাব দেশটিকে ‘বিচক্ষণ’ হওয়ার পরামর্শ দিয়েছেন। রাশিয়া-ইউক্রেন সর্বশেষ বিরোধের জের ধরে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মারকেল এ পরামর্শ দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো বৃহস্পতিবার জার্মানিসহ ন্যাটোভুক্ত দেশগুলোকে আজোভ সাগরে নৌজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন। ক্রিমিয়া উপকূল থেকে রাশিয়া ইউক্রেনের তিনটি নৌজাহাজ আটক করে নিয়ে যাওয়ার পর পোরোশেঙ্কো ওই আহ্বান জানান। রাশিয়া দাবি করছে, দেশটির পানিসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করার কারণে ইউক্রেনের জাহাজগুলোকে আটক করা হয়েছে। এদিকে রাশিয়ার ১৬ থেকে ৬০ বছর বয়সি পুরুষদের ইউক্রেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউক্রেনের রুশ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সামরিক শাসন জারি করার পর শুক্রবার এ ঘোষণা দেয়া হয়। রাশিয়ার সংসদ সদস্য ফ্রান্তস কিন্তসেভিচ অবশ্য বলেছেন, পাল্টা ব্যবস্থা হিসেবে ইউক্রেনের পুরুষদের রাশিয়ায় প্রবেশের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করবে না মস্কো। খবরে বলা হয়, কেবল মানবিক কিছু কারণবশত রুশদেরকে ইউক্রেনে ঢুকতে দেয়া হতে পারে। যেমন: অন্ত্যষ্টিক্রিয়ায় অংশ নেয়ার মত কোনো ক্ষেত্রে এ ছাড় মিলতে পারে। রাশিয়া বলেছে, এর পাল্টা পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট পোরোশেঙ্কো রাজধানী কিয়েভে দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এবং প্রধান সীমান্তরক্ষীদের সঙ্গে বৈঠক করার পর রুশদের প্রবেশের ওপর ওই নিষেধাজ্ঞা ঘোষণা করেন। এক টুইটে তিনি বলেন, ইউক্রেনে ‘প্রাইভেট আর্মি’ গড়ে তোলা ঠেকাতেই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পূর্ব ইউক্রেনে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য ২০১৪ সালে যেমন রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ইউনিট গড়ে উঠেছিল- সেকথাটি উল্লেখ করেন পোরোশেঙ্কো। তাছাড়া, মার্শাল ল’র অধীনে থাকা অঞ্চলগুলোতে রুশ নাগরিকদের জন্য নিবন্ধন প্রক্রিয়াতেও কড়াকড়ি করা হবে বলে জানান তিনি। গত মঙ্গলবার পোরোশেঙ্কো রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ‘পুরোদস্তুর যুদ্ধ’ বেধে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেন, “আমাদের সীমান্ত বরাবর এলাকায় রাশিয়ার ট্যাংকের সংখ্যা তিনগুণ বেড়েছে।” বিবিসি, রয়টার্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।