পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকার ফার্মগেট থেকে মিরপুর-পল্লবীতে আসার জন্য কোনো গণপরিবহনে ওঠার কায়দা নেই। প্রতিটি পরিবহন যাত্রীতে ভরপুর হয়ে আসার কারণে ফার্মগেট থেকে কোনো যাত্রী গণপরিবহনে উঠতে পারে না। মতিঝিল, যাত্রাবাড়ী, সদরঘাট, গুলিস্তান থেকে আসা প্রতিটি পরিবহন যাত্রীবোঝাই থাকার কারণে গেটলক করা অবস্থায় স্টপেজ না দিয়ে চলে যায়। পরিবহন স্টপেজ দিয়েই-বা কী লাভ। ভেতরে তো তিল পরিমাণ জায়গাই থাকে না। তাই বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ফার্মগেটের যাত্রীসাধারণের শুধুই অপেক্ষার পালা আর ভাবনা, বাসে উঠতে পারব তো। এই চিন্তায় তাদের কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। গেটখোলা কোনো পরিবহন থামলেই হলো, ওঠা নিয়ে রীতিমতো ধাক্কাধাক্কি-মারামারি লেগে যায়। এই সুযোগ বুঝে পকেটমাররা তৎপর হয়ে যাত্রীদের পকেট মেরে চম্পট দেয়। মোবাইল মেরে দেওয়া তো তাই ফার্মগেটে বহুদিন ধরে নিত্যদিনের ঘটনা হয়ে আছে। এ অবস্থায় ফার্মগেট থেকে মিরপুর-পল্লবী পর্যন্ত গণপরিবহন ব্যবস্থা চালু করা জরুরি। তাও যদি সম্ভব না হয় তবুও কর্তৃপক্ষের কাছে অনুরোধ, অন্তত শুক্রবার বাদ দিয়ে অন্য দিনগুলোতে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ফার্মগেট থেকে মিরপুর-পল্লবীতে আসার জন্য গণপরিবহনের ব্যবস্থা করুন।
লিয়াকত হোসেন খোকন, ঢাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।