মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের এক সড়ক থেকে ৪০ বাসযাত্রীকে অপহরণ করেছে তালেবানরা। গত বুধবার ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশের মুখপাত্র মাহফুজুল্লাহ আকবর বলেছেন, কুন্দুজের খানাবাদ জেলার থাকার শহরের এক মহাসড়কে ওই অপহরণের ঘটনাটি ঘটেছে। জঙ্গিরা ৫০ আসনের একটি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারে হামলা চালিয়ে ওই ৪০ জনকে তুলে নিয়ে যায়। তবে বাসের সাত যাত্রী হামলাকারীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। গত সপ্তায় তালেবান ওই একই সড়কে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে কমপক্ষে ১২ যাত্রীকে হত্যা করেছিল। ধারণা করা হয়, হত্যা করার পাশাপাশি আরও ১০ জনকে এখনো জিম্মি করে রাখা হয়েছে। আফগান তালেবান গোষ্ঠী কিছু সময়ের জন্য কুন্দুজ দখল করে নিয়েছিল। পরবর্তী সময়ে নিরাপত্তা বাহিনী শহরটির অধিকাংশ এলাকায় পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ২০০১ সালে আফগানিস্তানের ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর প্রথমবারের মতো দেশটির কোনো শহর দখল করেছিল। আফগানিস্তানের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর সড়কগুলোতে বিদ্রোহী-জঙ্গিরা প্রায়ই ভ্রমণকারী ও যাত্রীদের অপহরণ ও হত্যা করে থাকে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।