বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের মোরেলগঞ্জে খলিলুর রহমান শেখ (৫০) নামে তাঁতিলীগের এক নেতাকে খুনের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের হরিণধরা গ্রামে রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়।
সাইকেল গ্যারেজ মিস্ত্রী নিহত খলিল মোরেলগঞ্জ পৌর তাঁতিলীগের সাবেক সদস্য সচিব ছিলেন।
নিহতের ছেলে রুবেল শেখের দাবি, খলিল স্থানীয় আওয়ামী রাজনীতির কোন্দলের কারণে খুন হয়েছেন।
রুবেল শেখ (২২) বলেন, সন্ধ্যা ৭টার দিকে কারো ফোন পেয়ে বাবা ঘর থেকে বের হন। এরপর তার ফোন বন্ধ পেয়ে খুঁজতে বের হলে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তার লাশ পাওয়া যায়। তার পরনের কাপড় ভেজা ছিল।
তিনি বলেন, ‘আমার বাবার অপরাধ একটাই তিনি মিলন কাকার গ্রুপ করতেন। এছাড়া তার আর কোনও অপরাধ ছিল না। ওই অপরাধের কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজ উদ্দিন, থানার ওসি কেএম আজিজুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি আজিজুল ইসলাম বলেন, খলিলকে উদ্ধার করে রাত ৯টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান জানান, খলিলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আজ শনিবার ময়নাতদন্ত শেষে লাশ বাগেরহাট থেকে মোরেলগঞ্জে আনা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।