Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

নিম্ন আদালতে ছুটি শুরু ২ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

 নি¤œ আদালতে অবকাশকালীন ছুটি শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রোববার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক মাসের ছুটি থাকবে। আগামী ১ জানুয়ারি থেকে যথারীতি সব আদালতের কার্যক্রম শুরু হবে। ছুটির এই সময়ে এ সব আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম বন্ধ থাকবে। তবে, সারাদেশে ম্যাজিস্ট্রেট আদালত এবং দ্রæত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালত এই ছুটির আওতার বাইরে থাকবে। আদালতের সূত্রে জানা যায়, অবকাশকালীন সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে বর্তমানে দায়িত্বরত মো. হেলাল চৌধুরীকেই জরুরী মামলাগুলোর নিষ্পত্তির দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আগামী ৫, ৬, ১২, ১৩, ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।
অপরদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরী মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে বর্তমানে দায়িত্বরত একেএম ইমরুল কায়েশকেই দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আগামী ৩, ৪, ৫, ৬, ১০, ১১, ১২, ১৩, ১৭, ১৭, ১৯, ২০, ২৩, ২৪, ২৬ ও ২৭ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালত

২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ