মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দেড় হাজার কোটি ডলারের বিনিময়ে সউদী আরবকে ৪৪টি অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র। এ সম্পর্কিত একটি চুক্তি ইতোমধ্যে দুই দেশের মধ্যে স্বাক্ষর হয়েছে। সেইসব থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিও থাকবে। আঞ্চলিক হুমকি মোকাবিলায় সউদী আরব এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্রে জানান, সউদী আরব ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ দলিলে সই করেছেন। এ চুক্তির আওতায় সউদী আরব ৪৪টি থাড লাঞ্চারের বিশাল বহর হাতে পাবে। মার্কিন সেই মুখপাত্র আরও বলেন, সউদী আরব যে আঞ্চলিক হুমকির মুখে রয়েছে তা মোকাবিলার জন্য রিয়াদের সঙ্গে দীর্ঘমেয়াদি নিরাপত্তা রক্ষার বিষয়টি সমর্থন করবে এই চুক্তি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।