Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার ক্যাটস আই-এর শুভেচ্ছাদূত হলেন ক্রিকেটার তামিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

রক সংগীতের জনপ্রিয় গায়ক, গিটারিস্ট এবং ব্যান্ডদল ‘নেমেসিস’-এর জোহাদ রেজা চৌধুরীর সঙ্গে শুভেচ্ছাদূত হলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোন পোশাকের ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হিসাবে মডেলিং করলেন তামিম। ফ্যাশন হাউজ ক্যাটস আই-এর সঙ্গে ২০১৬ থেকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত ছিলেন শিল্পী জোহাদ। এবার যোগ হলেন তামিম। সম্প্রতি রাজধানীর বনানীর ক্যাটস আই কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন শুভেচ্ছাদূত নিযুক্ত হন তামিম ইকবাল। পাশ্চাত্যের সঙ্গে দেশি ট্রেন্ড এবং রুচির সমন্বয় করে ক্যাটস আইয়ের ভিডিও ও স্থির চিত্রের প্রচারণায় অংশ নিবেন জাতীয় দলের বা হাতি এই ওপেনার। এরই মধ্যে ক্যাটস আইয়ের নতুন ডিজাইনে শীতকালীন পণ্যের ফটোশ্যুটে অংশ নিয়েছেন তিনি। তামিম বলেন, কোন পোশাকের ব্র্যান্ডের হয়ে এবারই প্রথম শুভেচ্ছা দূত হয়েছি। ক্যাটস আইয়ের পণ্যের প্রচারে আমি সম্পৃক্ত থাকতে পারছি এটা ভেবে ভালো লাগছে। উল্লেখ্য, ইতোমধ্যে ক্যাটস আই-এর জনপ্রিয়তা সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউবসহ বাংলাদেশের ফ্যাশনপ্রেমী তরুণদের ফ্যাশনে আরো আলোর দ্যূতি ছড়াতে দুই শুভেচ্ছাদূত ক্রিকেটার তামিম ইকবাল ও রক গায়ক জোহাদ -এর ক্যাটস আই পণ্যে, ভিডিও ও স্থির চিত্রের ফটোশ্যুট প্রকাশ করা হয়েছে। ক্যাটস আই এর ভেরিফাইড ফেসবুক পেইজের মাধ্যমে মডেল হিসাবে দুই তারকার ছবি দেখতে পারবেন তাদের ভক্তরা।



 

Show all comments
  • ashraf ১ ডিসেম্বর, ২০১৮, ২:৪৯ পিএম says : 0
    tamim keno????????or to kono ruchi e nai dress er... sakib k nite parten apnara. cat's eye ek brand ambassador tamim hoilo kisu eita????????????????????????????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তামিম

২৬ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ