রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেছারাবাদে মামা বাড়ি বেড়াতে যাবার পথে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণর করে দুই লম্পট। জানা গেছে, সম্প্রতি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারী গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষক আলম (২১) বালিহারি গ্রামের মানিক মিয়ার ছেলে এবং অপরজন সোহাগ (২০) একই গ্রামের হাকিম মাঝির ছেলে। মেয়েটির মা বাদী হয়ে গত বুধবার রাতে আলম এবং সোহাগকে আসামি করে থানায় ধর্ষন মামলা দায়ের করেন।
ধর্ষিতার মা জানায়, তার প্রতিবন্ধি কিশোরী কন্যা সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারী গ্রামের মামাবাড়ী বেড়াতে যাবার সময় ওই দুই লম্পট থার মুখ চাপটে ধরে পাশের বাগানের নিয়ে ধর্ষণ করে। মেয়ের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে ধর্ষকরা পালিয়ে যায়।
স্থানীয় মহিলা ইউপি সদস্য মোসাঃ বিলকিস বেগম জানান, ঘটনাটি জেনে মেয়ের মাকে আইনি পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মোঃ সহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভিকটিম এর মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।