Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন (এক)

মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

এই কলাম এখন কেন?
নির্বাচনকালীন যে কোনো সরকারের সাফল্য নির্ভর করবে, একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠান করানোর উপর। নির্বাচনের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের ডিকশনারিতে বা রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যবইয়ে যত বিস্তারিত ও স্পষ্টভাবে দেয়া আছে, অনুরূপ বিস্তারিত ব্যাখ্যামূলক আলোচনা আছে সুন্দর নির্বাচন প্রসঙ্গে, গ্রহণযোগ্য নির্বাচন প্রসঙ্গে। ইংরেজি পরিভাষায় শব্দগুলো হলো ক্রেডিবল ইলেকশন, একসেপ্টেবল ইলেকশন। কোনো একটি নির্বাচনকে যদি সুন্দর হতে হয়, ক্রেডিবল হতে হয়, গ্রহণযোগ্য হতে হয়, বিশ্বাসযোগ্য হতে হয়, তা হলে সেখানে অনেকগুলো উপাত্ত কাজ করবে। আমার বিবেচনায় অন্যতম গুরুত্বপূর্ণ উপাত্ত হলো নিরাপত্তা; ইংরেজি পরিভাষায় যাকে বলা যায় সিকিউরিটি। একটি জাতীয় সংসদ নির্বাচন সামনে। অতএব, জনগণ নিরাপত্তা প্রসঙ্গে জনগণের সচেতনতা বৃদ্ধি আমাদের কামনা। জাতির গৌরব, বাংলাদেশ সেনাবাহিনীর ভুমিকা বা তাকে সরকার কোনো দায়িত্ব দেয় এ নিয়েও মানুষের কৌতুহলের শেষ নেই। তাই আজকের কলামটি।
নির্বাচনের সঙ্গে আমার সম্পৃক্ততা :
আমি ব্যক্তি জীবনে, ১৯৭০ সালের ডিসেম্বরের বিখ্যাত ঐতিহাসিক নির্বাচনে সেকেন্ড লেফটেনেন্ট র‌্যাংকধারী অফিসার ছিলাম এবং তৎকালীন ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার শেরপুর থানায় নির্বাচনী দায়িত্ব পালন করেছিলাম, দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘সি’ কোম্পানির একটি অংশ নিয়ে। ১৯৭৩ সালের মার্চ মাসে, স্বাধীন বাংলাদেশের প্রথম পার্লামেন্ট নির্বাচনে ক্যাপ্টেন র‌্যাংকধারী অফিসার ছিলাম এবং তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জ মহকুমায় দায়িত্ব পালন করেছিলাম, দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পুরো ‘সি’ কোম্পানী নিয়ে। এরপর থেকে (১৯৮৬ সাল ব্যতিত) ১৯৯৬ সালের জুন পর্যন্ত সকল নির্বাচনে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম বা ভূমিকা রেখেছি। ১৯৯১ সালের নির্বাচনে বিশেষ ভ‚মিকা ছিল, সরকারি দায়িত্বের অংশ হিসেবে (সে প্রসঙ্গে আগামী সপ্তাহে আবার লিখবো)। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচন চলাকালে যশোর অঞ্চলের জিওসি ছিলাম; অত:পর নির্বাচনের আটদিন আগে আমি যশোর থেকে বদলী হয়ে ঢাকায় চলে আসি; কিন্তু জিওসি হিসেবে নির্বাচনকালীন সৈন্য মোতায়েন পরিকল্পনা ও দায়িত্ব বণ্টন করে আসি। আমি চলে আসার পরেও পরবর্তী জিওসি মহোদয়, ঐ পরিকল্পনার কোনো ব্যত্যয় ঘটাননি। ১৯৯৬ সালের জুন মাসের ১৫ তারিখ আমি বাধ্যতামূলক অবসরে যাই; ১৯৯৭ সালের জুন মাসের ১৫ তারিখ আমার এলপিআর শেষ হয় এবং আমি সেনাবাহিনীর জনবল থেকে চূড়ান্তভাবে বিয়োগ হই। আমার অবসর জীবনে, ২০০১ সালের নির্বাচনকালে নিজেদের একটি এনজিও (যার নাম ছিল সোহাক) নিয়ে, এশিয়া ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায়, ইলেকশন ওয়ার্কিং গ্রুপে সঙ্গে যুক্ত হয়ে, কয়েকটি উপজেলায় ইলেকশন মনিটরিং এর দায়িত্ব পালন করেছি। ২০০৭ সালের ডিসেম্বরের ৪ তারিখ, বাংলাদেশ কল্যাণ পার্টির আত্মপ্রকাশ ঘটে এবং ১৭ নভেম্বর ২০০৮ তারিখে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাই। আমাদের দলীয় পরিচয়ে এবং দলীয় মার্কা নিয়ে, ২০০৮ সালের নির্বাচনে নিজে অংশগ্রহণকারী প্রার্থী ছিলাম এবং বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে ৩৬টি আসনে প্রার্থী ছিল। এই অনুচ্ছেদে প্রেক্ষাপট বর্ণনার উদ্দেশ্য হলো, সম্মানিত পাঠকের সামনে তুলে ধরা যে, নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে আমরা অতীতেও চিন্তা করেছি এবং বর্তমানেও করছি। তার থেকেও বড় কথা, ঐরূপ চিন্তা করার জন্য আমরা যথেষ্ঠ অভিজ্ঞতা পেয়েছি। কারণ, নির্বাচন নামক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলাম।
নির্বাচন, সেনাবাহিনী ও আওয়ামী চিন্তা :
নির্বাচনকালে নিরাপত্তার সঙ্গে সেনাবাহিনীর ভ‚মিকা জড়িত। ২০০০ সালের প্রথমাংশে তৎকালীন আ.লীগ সরকার, একটি ধারণা বা কথা রাজনৈতিক বাজারে ছেড়ে দেয়। ধারণা বা কথাটি ছিল : নির্বাচনকালে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই। তৎকালীন বাংলাদেশের নাগরিক সমাজের সচেতন অংশ, সরকারের ঐ ধারণা বা মনোভাবকে সিরিয়াসলি গ্রহণ করেছিল। আমি তখনও একজন রাজনৈতিক কর্মী হইনি। সচেতন নাগরিক সমাজের একজন সক্রিয় সদস্য ছিলাম। অতএব, এই বিষয়টি আমার বা আমার সঙ্গে ঘনিষ্ঠ যাঁরা তাঁদের দৃষ্টি এড়াতে পারেনি। আমি তখন যেমন মনে করতাম, এখনও মনে করি যে, বাংলাদেশের পার্লামেন্ট নির্বাচনকালে, জনমনে শান্তি, স্বস্তি ও আস্থা প্রদানের জন্য তথা সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ সামরিক বাহিনীর তথা সেনাবাহিনীর ভ‚মিকা অপরিহার্য। ২০০০ সালের বাংলাদেশ সরকার যেমন আ.লীগ দলীয় ছিল, ২০১৩-১৪ সালের এবং ২০১৮ সালের বাংলাদেশ সরকার ও আ.লীগ দলীয়। ২০০০ সালে বা ২০০১ সালে তৎকালীন আ.লীগ দলীয় সরকার এবং তৎকালীন আ.লীগ যেই ধারণাটিকে প্রতিষ্ঠিত করতে পেরে ওঠেনি সেই ধারণাটিকে ২০১৩-১৪ সালে প্রায়ই প্রতিষ্ঠিত করে ফেলেছিল। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাচন থেকে অনেক দূরে রাখবে। বাংলাদেশ সেনাবাহিনী কম্বোডিয়া বা লাইবেরিয়া বা বসনিয়া বা কঙ্গো নামক দেশগুলোতে নির্বাচনে ওতপ্রোত সহায়তা করুক, এতে আ.লীগ দলীয় রাজনৈতিক সরকারের কোনো আপত্তি নেই; কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করানোর কাজে কোনো ভ‚মিকা রাখুক এতে যথেষ্ট আপত্তি। বিষয়টি বিদঘুটে। বিষয়টি আলোচনার দাবি রাখে, তবে আজকের কলামে এর বেশি এই প্রসঙ্গে নয়। আজকের আলোচনাটি অসমাপ্ত আলোচনা।
সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা :
বাংলাদেশে ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০১৪-এর নির্বাচনের পূর্বে প্রচণ্ড রাজনৈতিক আন্দোলন বিরাজমান ছিল। ঐ রকম প্রচণ্ড রাজনৈতিক আন্দোলন এই মুহূর্তে বাংলাদেশে না থাকলেও কোনো না কোনো কারণে সেটি যে আবার দানা বেঁধে উঠবে না, সে সম্পর্কে হ্যা বা না কোনোটিই বলা যায় না। ’৯১, ’৯৬ এবং ২০০৮ এই সকল ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনই দেশের শাসনতান্ত্রিক ও রাজনৈতিক শাসনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। ঐ প্রেক্ষাপটে, আমার মূল্যায়নে, ভবিষ্যতেও শাসনতান্ত্রিক ও রাজনৈতিক ধারাবাহিকতার জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। সুষ্ঠু নির্বাচনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যথা, নির্বাচনের পূর্বে কম বিশৃঙ্খলা, নির্বাচনের দিন ভোটারগণের নির্ভয়ে ভোট প্রদান করা, নির্বাচন পরিচালনা বা নির্বাচন কেন্দ্র পরিচালনার সঙ্গে জড়িত কর্মকাণ্ডগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং সকল পক্ষ কর্তৃক নির্বাচনের ফলাফলকে গ্রহণ করা বা তা মেনে নেয়া। এগুলোর সঙ্গে অনেক আইন জড়িত এবং বিগত ৩০-৪০ বছর ধরে অনুষ্ঠিত নির্বাচনগুলোর ধীরে ধীরে সুষ্ঠুতা অধিকহারে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আমার মতে, নির্বাচনের অব্যবহিত পূর্বে এবং নির্বাচন চলাকালে সমাজে ও জনপদে শান্তি-শৃঙ্খলা বহাল রাখতে না পারলে সুষ্ঠু নির্বাচনের অনেকগুলো বৈশিষ্ট্যই লংঘিত হয়। ১৯৭০ সালের ডিসেম্বরের নির্বাচন ছিল একটি বিপুল উদ্দীপনাময় নির্বাচন। নতুন আঙ্গিকে ১৯৯১ সালের নির্বাচন একটি নব দিগন্ত উন্মোচন করেছিল। তারই ধারাবাহিকতায় ছিল ১৯৯৬ সালের নির্বাচন। আমরা বলবো, উভয়টিই ভালো ছিল। অনুরূপ ধারাবাহিকতায় ২০০১ এবং ২০০৮-এর নির্বাচনটিও গ্রহণযোগ্য ছিল। সুতরাং আমাদের এই মুহূর্তে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে গেলে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। আগামী নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তথা আগামী নির্বাচনে যদি ভোটারগণ ভোট দিতে না পারে, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা সাংঘাতিকভাবে, মারাত্মকভাবে হ্রাস পাবে। সেক্ষেত্রে অতি শীঘ্রই রাজনৈতিক আন্দোলন দানা বেঁধে ওঠার সম্ভাবনা আছে। অপরপক্ষে, যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে যুক্তিসঙ্গত সম্ভাবনা আছে যে, সকল মহল ঐ নির্বাচনের ফলাফলকে মেনে নেবে। ঐ ক্ষেত্রে দেশে শান্তিপূর্ণ প্রশাসন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ও চলতে পারবে।
বিশ্বাসযোগ্যতা উন্নয়নে ও নিরপেক্ষতা রক্ষায়, নিরাপত্তার ভ‚মিকা :
নির্বাচনের বিশ্বাসযোগ্যতা উন্নয়নে অনেকগুলো চালিকা শক্তি আছে, তার মধ্যে নিরাপত্তার ভ‚মিকা সবিশেষ উল্লেখযোগ্য। নিরাপত্তার অনেক আঙ্গিক আছে, তবে নির্বাচনে বিশ্বাসযোগ্যতা উন্নয়নে নিরাপত্তার কার্যকরী আঙ্গিকসমূহ বিবেচ্য বিষয়। এমনকি বিশ্বাসযোগ্যতা উন্নয়নের ক্ষেত্রে মানুষের সামগ্রিক নিরাপত্তা বিধানের ব্যাপারটি প্রণিধানযোগ্য, যেখানে ‘নিরাপত্তার সামগ্রিক ভ‚মিকাই’ বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে পারে। সঠিক নিরাপত্তা প্রদানের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নিহিত আছে। নিরপেক্ষতা বলতে যা বোঝায় সেটি মনমানসিকতা ও সাহসের সঙ্গে সম্পর্কিত। নিরপেক্ষভাবে কাজ করতে গেলে সেই কাজের ফলাফল কারো না কারো পক্ষে বা বিপক্ষে যাবে, কিন্তু যেটিই হয় সেটি যুক্তিসঙ্গতভাবে হবে। নিরপেক্ষতা না থাকার পেছনে অন্যতম কারণ ভীতি। ভীতি দূর করতে হলে নিরাপত্তা প্রদান করতে হবে। সাধারণ ভোটারগণের নিকট আবেদন তথা সচেতন রাজনৈতিক কর্মীগণের নিকট আবেদন, আমাদেরকে ভয়-ভীতির ঊর্ধ্বে উঠতেই হবে। কারণ, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি মহল অবশ্যই চায় যে, অপর মহল তথা প্রতিপক্ষ যেন ভয় পেয়ে নিরব নিশ্চুপ থাকে। যদিও এটাও সত্য যে, নিরাপদ পরিবেশ ও পরিস্থিতিতেই দায়িত্ব পালনরত যে কোনো ব্যক্তি, নিরপেক্ষ থাকার সাহস পায়।
নির্বাচনকালীন নিরাপত্তার আঙ্গিকগুলো :
নিরাপত্তার প্রথম আঙ্গিক। নির্বাচনী প্রচার, মিছিল, ইত্যাদি সময়ে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন জরিপে দেখা গেছে যে, নির্বাচনের আগে প্রচারাভিযানকালীন অনেক সংঘর্ষ, হাতাহাতি, এমনকি খুনোখুনি পর্যন্ত হয়েছে। সুতরাং এরূপ পরিস্থিতি কোনো সময়ের জন্য কাক্সিক্ষত নয়। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে হলে এই সময়ের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা করা প্রয়োজন।
নিরাপত্তার দ্বিতীয় আঙ্গিক। এ ক্ষেত্রে অনেকটা সামগ্রিক নিরাপত্তার বিষয়টি চলে আসে। কেননা, ভোটের অধিকার মানুষের একটি বড় অধিকার যা মানবাধিকারের পর্যায়ে পড়ে। কাজেই মানুষ কাকে নির্বাচিত করবে এবং এতদসংক্রান্ত খোলা আলোচনার জন্য সেই ধরনের সময়োপযোগী পরিবেশ তৈরি করা জরুরি। এ ক্ষেত্রে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত থাকলে মানুষ তার মতো বিনিময়ের সুযোগ পাবে এবং তার সুচিন্তিত মতামত প্রদান করতে পারবে। ফলে, গুণ্ডামি, চাপ প্রয়োগ, ভীতি প্রদর্শন প্রভৃতি অশুভ তৎপরতার বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থাকে সাজাতে হবে।
নিরাপত্তার তৃতীয় আঙ্গিক। নির্বাচনকালীন নির্বাচনী জনসভা বা পথসভাগুলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। জনসভাতেই বা পথসভাগুলোতেই প্রার্থী তার প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা ইত্যাদি রাখে। এই নির্বাচনী জনসভার সময়ও অনেক ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে, যা জনমানসে অনেক ভীতির সঞ্চার করে। জনসভাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তাহীনতাই এর জন্য দায়ী। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই ধরনের জনসভা মানুষকে সর্বক্ষণই ভীতি সৃষ্টি করাবে। অনেক সময় নির্বাচনী জনসভায় বা পথসভায় বোমাবাজি, হুড়োহুড়ি ইত্যাদির জন্য অনেকে চরমভাবে আহত হয়। এ ক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখা খুবই জরুরী। যদি এরকম ঘটেও, সাধারণ নিপীড়িত অত্যাচারিত জনগণের নিকট আমার আবেদন থাকবে, তাঁরা যেন অস্থির না হন, চঞ্চল না হন, আতঙ্কগ্রস্ত না হন। কারণ, রাজনৈতিক অঙ্গনের একটি মহল অপর মহলকে ভীত ও আতঙ্কিত করার জন্যই এ ধরনের কাজ করতে পারে। সুতরাং আপনি যদি অস্থির চঞ্চল ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তাহলে আপনি আপনার প্রতিপক্ষের ইচ্ছাই পূরণ করলেন।
নিরাপত্তার চতুর্থ আঙ্গিক। মানুষের মধ্যে তার নিজস্ব মতামত সৃষ্টি করার পরিবেশ তৈরি বেশ মূল্যবান বিষয়। এ ক্ষেত্রে, কোনো একটি মানুষের মধ্যে তার সুষ্ঠু মানসিকতা সৃষ্টি তখনই সম্ভব যখন তার পারিপার্শ্বিক পরিবেশ স্থিতিশীল থাকবে। উন্নত পরিবেশই তার উন্নত মানসিকতা সৃষ্টিতে সহায়ক। কে ভালো, কে মন্দ বিচার করার মানসিকতা তখনই হবে যখন তার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত থাকবে। বলা প্রয়োগে ভীতি, বাড়ি ছাড়া করার ভীতি প্রদর্শন চলতে থাকলে এই পরিবেশ আনয়ন সম্ভব নয়। সুতরাং এই প্রেক্ষাপটে নিরাপত্তার গুরুত্ব মোটেই কম নয়। রাজনৈতিক অঙ্গনের একটি মহল চাইবে এমন ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হোক যেন প্রতিপক্ষের মানুষগুলো তথা নিপীড়িত-অত্যাচারিত অংশ যেন বাড়িঘর ছেড়ে দূরে থাকে। তা হলে কাগজে-কলমে ভোট চুরি না করেও, একজন প্রার্থী জয়ী হতে পারে। কারণ, তার বিরুদ্ধে যাঁরা ভোট দিতেন, তাঁরা তো ভোটই দিতে পারলেন না; কারণ, তাঁরা ভীত হয়ে বাড়িঘর ছেড়ে দূরে চলে গিয়েছিল।
নিরাপত্তার পঞ্চম আঙ্গিক। ভোটের দিন গ্রামবাসী ও শহরবাসী উভয় এলাকার জনগণের জন্য ভোটকেন্দ্রে যাতে তারা সুষ্ঠুভাবে আসতে পারে এবং ঘরে ফিরতে পারে তার জন্য নিরাপত্তার ভ‚মিকা অত্যন্ত মুখ্য ব্যাপার। মানুষ যদি আতঙ্কে থাকে যে, রাস্তায় গেলেই বিপদ, সে ক্ষেত্রে মানুষের ভোট দেয়ার ইচ্ছাটা উবে যায় এবং অনেক ভোটারকে ভোটদান থেকে বিরত থাকতে হয়। ভোটের দিন পক্ষগুলোর মধ্যে একটি পক্ষ বা শক্তিশালী পক্ষ রাস্তায় এমন বাধা-বিপত্তি সৃষ্টি করে যেন প্রতিপক্ষের মানুষ ঘর থেকে বের না হয়। উদাহরণস্বরূপ, পরিকল্পিতভাবে বা পাতানো মারামারি ঘটায়, বোমা ফোটায় যেন সাধারণ নিরীহ মানুষরা বলে যে, রাস্তায় গণ্ডগোল ভোট দিতে বের হতে পারবো না। যদি একজন ভোটার না যায়, তা হলে কার ক্ষতি? ক্ষতি ওই প্রার্থীর যেই প্রার্থীকে ভোটার পছন্দ করত। কাজেই ভোটের দিন যাতায়াতের জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করা অপরিহার্য। পূর্ব-অভিজ্ঞতা থেকে দেখা যায় যে, ভোট কেন্দ্রে যেতে না পারার জন্য জনমানসে অনেক ক্ষোভ ও অতৃপ্তির ছায়া ফুটে ওঠে। জনগণকে তাদের সঠিক নিরাপত্তা প্রদান করতে হবে যাতে তার মৌলিক অধিকার থেকে সে বঞ্চিত না হয়।
নিরাপত্তার ষষ্ঠ আঙ্গিক। আমাদের দেশে অনেক ক্ষেত্রেই যে ঘটনা ঘটে সেটি হচ্ছে, ভোট কেন্দ্র পর্যন্ত শারীরিকভাবে আসা সত্তে¡ও একজন ভোটারকে ভোট দিতে না দেয়া বরং তার নামের ব্যালট পেপারটি অন্যকে দিয়ে বাক্সে পুরিয়ে দেয়া। দ্বিতীয় যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে, ব্যালট বাক্স ছিনতাই করা এবং বাক্সের ভিতরে বৈধ কাগজগুলোকে ফেলে দিয়ে অবৈধ কাগজ ঢুকিয়ে দেয়া। এটি সম্ভব হয় তখনই যখন সরকার প্রদত্ত নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকে। দুর্বলতার সুযোগে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অথবা রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে, নির্বাচনী কর্মকর্তা যথা প্রিজাইডিং অফিসার, অ্যাসিসটেন্ট প্রিজাইডিং অফিসার প্রমুখ অবৈধ কাজ করেন বা করতে বাধ্য হন।
নির্বাচনের ঠিক তিন-চারদিন আগে থমথমে পরিস্থিতির সাথে নিরাপত্তা সম্পর্ক :
নির্বাচনের ঠিক তিন-চারদিন আগে নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণের উপরই নির্বাচনী সুষ্ঠুতার বৃহদাংশ নির্ভর করে। কেননা, ঐ ধরনের পরিস্থিতিতে ভোট কেনাবেচা থেকে শুরু করে অনেক ধরনের অসদুপায় অবলম্বন ইত্যাদি চলতে থাকে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ এবং তার সঠিক প্রয়োগের মাধ্যমেই এই দূরাবস্থা যা উপরে উল্লিখিত তা নির্মূল করা সম্ভব। তা ছাড়া, নির্বাচন-পূর্ব নিরাপত্তার উপরই পূর্ণ পরিবেশের চিত্র ফুটে ওঠে এবং তা অনেকাংশে আঁচ করা সম্ভব হয় যে, কী ধরনের নির্বাচন হবে।
ভোট গ্রহণের দিন নিরাপত্তা কোন কোন ক্ষেত্রে প্রয়োজন?
নির্বাচনের দিন নিরাপত্তার প্রয়োজনীয়তা অন্যান্য দিন থেকে ভিন্নতর। কেননা, ভোট প্রদান ও ভোট গ্রহণ নিশ্চিত করতে গেলে নির্বাচনের দিনই অধিকতর নিরাপত্তা প্রয়োজন। প্রয়োজনের একটি ক্ষেত্র হলো, ভোটারগণ যেন নিজ বাড়ি থেকে বের হয়ে নিরাপদে ভোট কেন্দ্র পর্যন্ত আসতে পারে, পথে যেন তাৎক্ষণিক কোনো বাধা না পায় বা ভবিষ্যতের জন্য হুমকি না পায়। ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় কেউ যেন ভোটারগণকে কোনো সুনির্দিষ্ট প্রার্থীর অনুক‚লে ভোট আদায়ের লক্ষ্যে ভয় দেখাতে না পারে। আরেকটি ক্ষেত্র হলো, নির্বাচন কেন্দ্রের ভেতরে যেখানে পোলিং এজেন্টরা বসে এবং যেখানে ব্যালট পেপার হাতে দেয়া হয়, সেখানে যেন এমন পরিস্থিতির সৃষ্টি না হয় যে, ভোটারা ভোট দিতে আসল, কিন্তু নিজের ভোট নিজে দিতে পারল না, অন্যরা তার ভোট দিয়ে দিলো এবং ভোটার কারো কাছে নালিশও করতে পারবে না। বিগত নির্বাচনগুলোর ঘটনাবলি বিশ্লেষণ করলে দেখা যায় যে, নিরাপত্তার অভাবজনিত সমস্যার জন্যই অনেক বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়। এ ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও প্রদান সম্ভবপর হয়ে ওঠে না।
প্রচলিত নিরাপত্তা প্রদানের রেওয়াজ :
আমাদের দেশের নির্বাচনকালীন যে নিরাপত্তা ব্যবস্থার রীতি তা খুবই গতানুগতিক। গত ৪০-৪৫ বছরেও এই ব্যবস্থায় বা রেওয়াজে বড় কোনো পরিবর্তন হয়নি, বহু বিষয়ে পরিবর্তন সূচিত হলেও নির্বাচনকালীন নিরাপত্তার শৈথিল্য রীতিমতো আশ্চর্য্যরে বিষয়। সুতরাং এই গতানুগতিক নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন অপরিহার্য। সেনাবাহিনীর ক্ষুদ্র একটি দল (যথা ২০-২৫ জনের একটি দল) পরোক্ষভাবে একটি থানা বা উপজেলা এলাকায় নিরাপত্তা প্রদান করবে, অথবা সেনাবাহিনীর ক্ষুদ্র একটি দল (যথা ১০-১২ জন) কোনো একটি থানার সদর দপ্তরে আসন গেড়ে বসে ঐ থানার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা একটি কষ্টসাধ্য ও প্রায় অসম্ভব ব্যাপার। সর্ববস্থায় যেখানে থানা শব্দটি ব্যবহার করছি সেখানে উপজেলা শব্দটিও মনে করতে পারেন। ১৪ বছর আগে র‌্যাব নামক একটি বাহিনী সৃষ্টি হয়েছে। র‌্যাব কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তা দেয়। পুলিশ বাহিনীর মধ্যেই একটি অঙ্গ আছে যাদেরকে বলা হতো আর্মড পুলিশ ব্যাটালিয়ন; এটিও কোনো কোনো জায়গায় নিরাপত্তা দেয়। তবে নির্বাচনের আগে সাধারণত নিরাপত্তার দায়িত্বটি পুলিশের হাতে থাকে; শুধু চাইলে বা মোতায়েন করা হলে সেনাবাহিনী সেখানে ভ‚মিকা রাখে। নির্বাচনের আগের রাত, নির্বাচনের দিন এবং নির্বাচনী দিনের অনুগামী রাত, এই সময়টিতে এলাকার নিরাপত্তার দায়িত্ব থাকে পুলিশ এবং আনসার বাহিনীর উপরে। কেন্দ্রে কেন্দ্রে তাদেরকে সহায়তা করে ভিডিপি। ভিডিপি মানে ভিলেজ ডিফেন্স পার্টি। এ জন্য নির্বাচনী কেন্দ্র বা ভোট কেন্দ্র বা পেলিং সেন্টার অনুযায়ী পুলিশ, আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়। সামগ্রিকভাবে, নির্বাচনের দিনে, ভোটকেন্দ্রের বাইরে যে নিরাপত্তা প্রয়োজন, সে প্রসঙ্গে আমাদের সচেতনতা আসলেই কম।
লেখক : চেয়ারম্যান, বাংলাদেশ কল্যাণ পার্টি
www.generalibrahim.com.bd



 

Show all comments
  • Saiful Islam ৩০ নভেম্বর, ২০১৮, ১:৩৫ এএম says : 0
    সব ভাইয়ের দেখা আছে ফকির লালের মতে, ইসি যদি হটাৎ ঘোষণা দেয় লেভেল প্লেয়িং ফিল্ডে জন্য প্রশাসন রদবদল করা হবে।তাহলে আওয়ামীলীগের দুইশ অধীক প্রার্থী রাষ্ট্রীয় সুবিধাভোগী কর্মকর্তা সহ স্ট্রোক করে মৃত্যুবরণ করবে। সেনাবাহিনী জাতির দূরদিনে এগিয়ে আসবে।
    Total Reply(0) Reply
  • MD Jashim Uddin ৩০ নভেম্বর, ২০১৮, ১:৩৭ এএম says : 0
    দয়া করে সেনাবাহিনীকে কলংকিত করবেন না। মানুষের গালি শুনাবেন না।। সেনাবাহিনী আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের অহংকার, আমাদের আস্থা। তাদের যদি পুরো শক্তি দিয়ে নিরপেক্ষতা না দেন,,তবে তাদের মাঠে নামানোর কোন প্রয়োজন নাই। তারা যদি অন্যায় অপরাধ দেখও চুপ করে #মুর্তির মতো দাঁড়িয়ে থাকে,,তবে মানুষের আস্থা, ভালোবাসা ভেংগে চুরমার হয়ে যাবে।। পুলিশ র‍্যাব, বিচার বিভাগ, সবই তো কলংকিত,, সেনাবাহিনী কে কলংকিত করবেন না।
    Total Reply(0) Reply
  • Ahmed Shehzad Rajib ৩০ নভেম্বর, ২০১৮, ১:৩৮ এএম says : 0
    পাঁচ বছর পর হয় একবার নির্বাচন। আর সেনাবাহিনীর উপর আছে সবার সমর্থন। তাহলে জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং কোন যেন আতঙ্ক না থাকে সেজন্য সেনাবাহিনীকে অবশ্যই ম্যাজিস্ট্রি পাওয়ার দেয়া উচিত বর্তমান সিচ্যুয়েশনে।কারন জনগন সেনাবাহিনীকে যতটুকু সম্মান করে অন্য বাহিনী বা প্রশাসন কে তত বিশ্বাস করতে চায় না। বাস্তবতার আলোকে বলা।
    Total Reply(0) Reply
  • Ariful Islam ৩০ নভেম্বর, ২০১৮, ১:৩৮ এএম says : 0
    বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে জীবন বাজি রেখে কাজ করছে শান্তির জন্য । সুতরাং নিজের দেশের শান্তির জন্য অবশ্যই কাজ করবে। ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • MK Sento ৩০ নভেম্বর, ২০১৮, ১:৩৯ এএম says : 0
    নির্বাচনের দিন প্রত্যেকটি কেন্দ্রে নিম্নতম পক্ষে ৩ জনকরে সেনাবাহিনী ভাইদের দায়িত্ব দিন তাতেই কোন গূন্ডাপান্ডা ভোট কেন্দ্র দখল বা ভোট ডাকাতির সাহস পাবেনা বলে মনে করি এবং বিশ্বাস করি। এর পরও যদি কোন গূন্ডাপান্ডা গন্ডগোল করতে চায় ঐ ৩ জন সেনাবাহিনী যেন স্ট্যান্ডিং সেনাবাহিনীকে ডাকতে পারেন। তাহলেই সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্ৰহন যোগ্য নির্বাচন হতে পারে বাংলাদেশে।
    Total Reply(0) Reply
  • Ekbal Hossen ৩০ নভেম্বর, ২০১৮, ১:৪০ এএম says : 0
    প্রত্যেক কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন ছাড়া নির্বাচন সুষ্ঠ হবে না because বেশিরভাগ পুলিশ আওয়ামীলীগ এর হয়ে কাজ করবে।
    Total Reply(0) Reply
  • Mijanur Rahman ৩০ নভেম্বর, ২০১৮, ১:৪০ এএম says : 1
    বাংলাদেশের জনগণের সর্বশেষ এবং সর্বোচ্চ আস্থা হচ্ছে "সেনাবাহিনী "এজন্য সেনাবাহিনীকে তাদের সকল কার্যক্রম নিরপেক্ষভাবে জনগণের আস্থাভাজন হওয়ার মতো, দায়িত্ব প্রদান করার জন্য মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের প্রতি বিনীত আরজ জানাচ্ছি "
    Total Reply(0) Reply
  • Nazim Uddin ৩০ নভেম্বর, ২০১৮, ১:৪১ এএম says : 0
    বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। জাতিসংঘ শান্তি মিশনে তারা বিভিন্ন দেশের সংস্কার কাজে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। তাই ক্ষমতাসীন সরকারের অধীনে আমাদের দেশে নির্বাচন যেহেতু প্রশ্নবিদ্ধ হয়, সেক্ষেত্রে সেনাবাহিনীকে ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচন পরিচালনা করলে কেউ যেমন অহেতিক প্রশ্ন করার সুযোগ পাবে না তেমনি আন্তর্জাতিকভাবে এ নির্বাচন গ্রহনযোগ্য ও প্রশংসিত হবে।
    Total Reply(0) Reply
  • ভালবাসার রং ৩০ নভেম্বর, ২০১৮, ১:৪২ এএম says : 0
    ক্ষমতাবিহীন সেনাবাহিনী দিয়ে নির্বাচন করে বাংলাদেশের গর্ব সেনাবাহিনীকে অপমানিত করা হবে, মানুষের কাছে হেয় করা হবে। যদি সেনাবাহিনী দিতে চান তাহলে ক্ষমতাসহ দেন।
    Total Reply(0) Reply
  • Shåfiøul Islåm ৩০ নভেম্বর, ২০১৮, ১:৪৩ এএম says : 0
    Nam matro sena motayen er ki dorkar judi tader power er protifolon na dekhate pare
    Total Reply(0) Reply
  • Sheikh Aiyob Ahmed Abir ৩০ নভেম্বর, ২০১৮, ৯:২৯ এএম says : 0
    বাংলার মানুষ একটি নিরপেক্ষ এবং গ্রহণ যোগ্য নির্বাচন চায়। আশা করি সুষ্ঠু একটা নির্বাচন জাতি উপহার পাক।
    Total Reply(0) Reply
  • Lutfar ৩০ নভেম্বর, ২০১৮, ৯:৩০ এএম says : 0
    আমিও মনে করি সেনাবাহিনী ছাড়া নির্বাচন সুষ্ঠু হবেনা ।কারণ আগের নির্বাচন ফরমালিনযুক্ত পুলিশবাহিনী ,ফরমালিনযুক্ত ইচি,ফরমালিনযুক্ত সরকারের, ফরমালিনযুক্ত নির্বাচন হযেছে। সুতরাং ফরমালিনমুক্ত নির্বাচনের জন্য সেনাবাহিনীকে বিচারিক খমতা দেওয়ার বিকল্প নাই।
    Total Reply(0) Reply
  • Islam ৩০ নভেম্বর, ২০১৮, ১১:০৫ এএম says : 0
    আমার কাছে একটা বিষয় পরিস্কার নয় ,২০০৭ সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের এত বিরোধীতা করে এখন আবার সেনাবাহিনী নিয়োগের পক্ষে কেন? তারা কি ২০০১ সালে নিরপেক্ষ আচরন করেছিলো? বাংলাদেশ সেনাবাহিনী অন্য দেশে নিরপেক্ষ থাকতে পারে কারণ সেখানে তারা ভোটার নয় । এদেশের সেনবাহিনীতো দেশের ভোটার, তারাও নিজের পছন্দের দলকে ভোট দেন । সুতরাং তাদেরকে নির্বাচনে ব্যবহার করে বিতর্কিত না করাই ভালো ।
    Total Reply(0) Reply
  • SHAUKAUT ৩০ নভেম্বর, ২০১৮, ৩:১৫ পিএম says : 0
    bangalira ainerlokder shonman korbebole tader niyog ditejobe.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাবাহিনী


আরও
আরও পড়ুন