Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুকাভিনয় ফেডারেশনের মনোমাইম ফেস্টিভ্যাল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

‘মূকভাষায় বাংলার সংস্কৃতি’ শিরোনামে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন আজ থেকে ১ ডিসেম্বর দু’দিন ব্যাপী আবাসিক ‘মাইম ডিরেক্টরস মিট ২০১৮’ এবং ‘২য় মনোমাইম ফেস্টিভ্যাল ২০১৮’। রংপৃরস্থ কারমাইকেল কলেজের অন্নদামোহন হলে আজ সকাল ১০টায় ‘মাইম ডিরেক্টরস মিট ২০১৮’ এবং সন্ধ্যা ৬টায় টাউন হল চত্বরের সাহিত্যমঞ্চে ‘২য় মনোমাইম ফেস্টিভ্যাল ২০১৮’-এর উদ্বোধন হবে। এ আয়োজনে বাংলাদেশ ও পশ্চিম বাংলার মূকনাট্য নির্দেশকদের সাথে মূকাভিনয় ও নাট্যসংগঠকরাও যোগ দেবেন। শহরকেন্দ্রিক চর্চার সীমাবদ্ধতা কাটিয়ে সারাদশে শিল্পটিকে ছড়িয়ে দেয়ার প্রয়াস থেকেই দেশে মূকাভিনয় চর্চারত দলগুলোর ঐক্যবদ্ধ সংগঠন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের এ আয়োজন। মূকাভিনয়কে সুষ্ঠু চর্চার লক্ষ্যে মূকাভিনয়ের দর্শন, অনুশীলন, গল্প, নির্মাণ, উপস্থাপন কৌশল প্রভৃতি নানা বিষয়ে আনুষ্ঠানিক অলোচনা, অভিজ্ঞতাবিনিময়, আনন্দ আড্ডা, রংপুরের স্থানীয় সংস্কৃতিকর্মীদের সাথে মতবিনিময়, এবং মূকাভিনয় প্রদর্শনী প্রভৃতি থাকবে এ আয়োজনে। ‘মাইম ডিরেক্টরস মিট ২০১৮’ উদ্বোধন করবেন দেশের প্রথম মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের চেয়ারম্যান জাহিদ রিপন। এই আয়োজনে সংশ্লিষ্ট মূকাভিনেতারা ছাড়াও নিরঞ্জন গোস্বামী, কাজী মশহুরুল হুদা, জিল্লুর রহমান জন, তরুণ প্রধান, অনির্বাণ গুহ, সোমা দাসসহ প্রমুখ আন্তর্জাতিক শিল্পীদের গবেষণা প্রবন্ধ আলোচিত হবে। বিভিন্ন বিষয়ে আলোচনা উপস্থাপন করবেন ড. ইস্রাফিল আহমেদ, রিজোয়ান রাজন, রাজ ঘোষ, সব্যসাচী দত্ত, মাসউদুর রহমান, সাম্য রহমান, অনিন্দ্য ব্যানার্জী, মীর লোকমান, মৌসুমি মৌ, ধীরাজ হাওলাদার, ধীমান সাহা জুয়েল প্রমুখ। থাকবে মূকাভিনয় ফেডারেশানের উদ্যোগে মূকাভিনয় প্রবন্ধ সংকলনের মোড়ক উন্মোচনও। ‘২য় মনোমাইম ফেস্টিভ্যাল ২০১৮’ উদ্বোধন করবেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব। অতিথি হিসেবে থাকবেন রংপুর শিল্পকলা একাডেমির প্রাক্তন সম্পাদক তৌহিদুর রহমান টুটুল। সভাপতিত্ব করবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের চেয়ারম্যান জাহিদ রিপন। উৎসবে দু’দিন ব্যাপী মূকাভিনয় পরিবেশন করবেন রঙ্গন আহমেদ, রিজোয়ান রাজন, রাজ ঘোষ, সব্যসাচী দত্ত, মাসউদুর রহমান, মীর লোকমান, ধীরাজ হাওলাদার, মাহবুব আলম, শহীদুল বশর মুরাদ, মৌসুমী মৌ, মেজবাহ চৌধুরী, উজ্জ্বল উচ্ছাস, রবিউল আলম প্রমুখ। সমগ্র আয়োজনে সমন্বয়কারী হিসেবে রয়েছেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেস্টিভ্যাল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ