Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনলাইনে চ্যারিটি ফোক ফেস্টিভ্যাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১:১৬ পিএম

বেকার হয়ে পড়া অস্বচ্ছল সঙ্গীতশিল্পীদের সহযোগিতায় আয়োজন করা হচ্ছে ‘অনলাইন চ্যারিটি ফোক ফেস্টিভ্যাল। আয়োজন করছে দ্য মিউজিসিয়ান নামে একটি সংগঠন। ১১ জুন থেকে ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। চলবে ১৯ জুন পর্যন্ত। প্রতিদিন রাত ৮ টায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে ১১ টা পর্যন্ত। উৎসবটি দ্য মিউজিসিয়ানস- এর ফেসবুক পেজ থেকে সরাসরি স¤প্রচার করা হবে। দ্য মিউজিসিয়ানস-এর পক্ষ থেকে গোবিন্দ দাস বলেন, যারা শুধু গান বা সাংস্কৃতিক কর্মকান্ড নিয়েই থাকেন এবং এটাই যাদের একমাত্র জীবিকা তাদের দুর্দশা তুলে ধরার মতো ভাষা আমাদের জানা নেই। অনেক শিল্পীর ঘরে খাবার নেই। চিকিৎসা করার মতো সঙ্গতি নেই। বাসাভাড়া-বিদ্যুৎ বিল দিতে পারছেন না। অনেকে কোনো রকমে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, শিল্পীরা আমাদের জীবনের প্রতিটা অনুভ‚তির সঙ্গে মিশে আছেন। আমাদের নিত্য দিনের হাসি-কান্নার অনুভ‚তির সঙ্গে তারা যুক্ত। তাদের দুর্দিনে পাশে থাকা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমাদের ফান্ডে সহযোগিতার জন্য বিত্তবানদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি। তিনি জানান, অস্বচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াতেই এই আয়োজন। বিত্তবানদের পাঠানো সহযোগিতা আমরা পৌঁছে দেব অস্বচ্ছল শিল্পীদের মধ্যে, যা দিয়ে তাদের কিছুটা হলেও প্রয়োজনের যোগান মিটবে। উদ্বোধনী পরিবেশনায় থাকবেন রংপুর বেতারের বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী তনু রায়। এছাড়া সঙ্গীত পরিবেশন করবেন দেশের প্রথিতযশা, প্রতিশ্রুতিশীল এবং গুণী শিল্পীরা। এ তালিকায় রয়েছেন, কামরুজ্জামান রাব্বী, আনান বাউল, বাউল খগেন্দ্রনাথ সরকার, এরশাদুল হক, মুসা কলিম মুকুল, জসীম উদ্দিন, ফতেহ আলী খান আকাশ এবং গোবিন্দ দাস। ফেসবুক পেজ লিংক: 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফোক ফেস্টিভ্যাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ