Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লা মেরিডিয়ানে চলছে ‘গ্রিক ফুড ফেস্টিভ্যাল’

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ৫:১৪ পিএম

পরিবার, বন্ধু-বান্ধবসহ আড্ডা দিতে দিতে খাওয়া গ্রিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। টেবিলের চারপাশে ঘুরে আলাপচারিতা না হলে যেন তাদের ভোজের উৎসবই পূর্ণ হয় না!

গ্রিসের স্বতন্ত্র রন্ধনশৈলী এবং রসনা সংস্কৃতির সাথে ঢাকাবাসীর মেলবন্ধন ঘটাতে লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে ‘গ্রিক ফুড ফেস্টিভ্যাল’। ২৮ অক্টোবর শুরু হওয়া এ উৎসব চলবে নভেম্বরের ৯ পর্যন্ত। বুফের আয়োজনে ঢাকাবাসীদের গ্রিক স্বাদের সাথে পরিচয় করাতে এথেন্সের বিখ্যাত গ্র্যান্ডে ব্রিটানিয়া হোটেলের জুনিয়র সু-শেফ আলেকজান্দ্রোস মার্কিজিয়ানিস এখন ঢাকায়!

গ্রিসের সমৃদ্ধশালী ইতিহাস ও ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়েই লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে এই উৎসবের। গ্রিক সালাদ, অক্টোপাস ফ্রিটার, গ্রিক জাইরোস এবং গার্লিক পিউরের সাথে ভাজা কড মাছসহ নানাপদের গ্রিক এবং ভূ-মধ্যসাগরীয় অনন্য স্বাদের খাবার পাওয়া যাবে উৎসবে। পরিবেশন করা হবে দেশটির অন্যতম প্রধান এবং জনপ্রিয় খাবার মুসাকা, যা কিনা জীবনে অন্তত একবার হলেও খাওয়া উচিত! এছাড়াও অতিথিরা মধু এবং দারুচিনি দিয়ে তৈরী অনন্য স্বাদের লুকোমেডসের সাথে টেবিলে পাবেন বিখ্যাত জাজিকি সস।

উৎসব উপলক্ষে লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কন্সট্যান্টিনোস এস গ্রাভিয়েল বলেন, ইতিহাস এবং ঐতিহ্য বিচারে পৃথিবীতে অনন্য এক দেশ গ্রিস। গ্রীক খাবারও পৃথিবীর অন্যতম সেরা। তাই ঢাকাবাসীদেরকেও আমরা সেই স্বাদ এবং সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে চাই। শেফ আলেকজান্দ্রোস মার্কিজিয়ানিসের হাতে তৈরী সুস্বাদু খাবারের সাথে অতিথিদের উষ্ণ অভ্যার্থনা জানাতে অপেক্ষা করছি আমরা।

ফুড ফেস্টিভ্যাল উদ্বোধনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গ্রিসে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ফারুক হাসান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত নানাদেশের রাষ্ট্রদূতরা।

উৎসবে জনপ্রতি খাবারের খরচ ৩ হাজার ৯শ’ টাকা। নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ডের জন্য ‘বাই ওয়ান গেট ওয়ান’ এবং বিশেষ ছাড়েরও সুযোগ রয়েছে।

এই ফুড ফেস্টিভ্যালের এয়ারলাইন পার্টনার হিসেবে আছে এমিরেটস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুড ফেস্টিভ্যাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ