Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৪ ফুটবলারের শাস্তি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১২:১৮ এএম


ঘরোয়া ফুটবলের মৌসুম সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে লালকার্ড পাওয়া ৪ ফুটবলারকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল রাতে বাফুফে সুত্র জানায়, গত ২৩ নভেম্বর ফেডারেশন কাপের ফাইনালে অনাকাঙ্খিত ঘটনায় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডের খেলোয়াড় মামুন মিয়া ও নাবীব নেওয়াজ জীবন এবং নবাগত বসুন্ধরা কিংসের সুশান্ত ত্রিপুরা ও তৌহিদুল আলম সবুজকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়া হয়। ফলে অপমৃত্যুর হাত থেকে রক্ষা পায় ফাইনালটি। ওই দিনের ঘটনা পর্যবেক্ষণ করে দুই দলের চার ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার পাশাপাশি আর্থিক দন্ড দিয়েছে বাফুফে ডিসিপ্লিনারী কমিটি। ডিসিপ্লিনারী কমিটির দেয়া শাস্তি অনুযায়ী বসুন্ধরার সুশান্ত ত্রিপুরাকে ৮ ম্যাচের জন্য নিষিদ্ধ করে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আবাহনীর মামুন মিয়া ও বসুন্ধরার তৌহিদুল আলম সবুজ ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। সঙ্গে এ দুই ফুটবলারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া আবাহনীর নাবীব নেওয়াজ জীবন ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবলার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ