বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর ওয়ারীতে বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী খুনের ঘটনায় ওয়ারী থানায় হত্যা মামলা করেছেন নিহত ছাত্রীর মা সালমা বেগম। গতকাল অভিযুক্ত আসামী সোহেলকে (২৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহত শারমিন আক্তারের (১৫) ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শারমিন টিকাটুলীর কাজী আরিফ আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সে পরিবারের সঙ্গে টিকাটুলীর কেএম দাস লেনে থাকতো।
এদিকে, শেরে বাংলা নগরে তুচ্ছ ঘটনার জেরে রুমমেটের ছুরিকাঘাতে নিহত ইমাম হাসেনের (২৫) লাশও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত ইমামের বাবা তোফাজ্জল হোসেন ঘাতক রুমমেট সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে সাজ্জাদ পলাতক রয়েছে। নিহত ইমামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়।
শারমিন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়ারী থানার এসআই আব্দুল আউয়াল বলেন, শারমিনকে বঁটি দা দিয়ে কুপিয়ে হত্যার সময় প্রত্যক্ষদর্শীরা সোহেলকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। এসআই আরও বলেন, ঘটনার পর শারমিনের মা ওয়ারী থানায় সোহেলের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গতকাল সোহেলকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত মঙ্গলবার বিকেলে ওয়ারী থানাধীন গোপীবাগ এলাকায় রেললাইনের পাশে সোহেল (২৫) নামে এক বখাটের বটি দা’য়ের কোপে ঘটনাস্থলেই শারমিনের মৃত্যু ঘটে।
ইমাম হাসান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শেরে বাংলা নগর থানার এসআই তোফাজ্জল হোসেন বলেন, ইমামকে হত্যার ঘটনায় তার বাবা শেরে বাংলা নগর থানায় সাজ্জাদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে ঘাতক রুমমেট সাজ্জাদ পলাতক রয়েছে। এসআই আরও বলেন, সাজ্জাদের গ্রামের বাড়ির ঠিকানা সংগ্রহ করা হয়েছে। পুলিশ সম্ভাব্য কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে। তবে তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে। এদিকে, গতকাল ময়নাতদন্ত শেষে ইমামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত সোমবার রাতে শেরে বাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকায় তুচ্ছ ঘটনার জেরে রুমমেট সাজ্জাদের ছুরিকাঘাতে ইমাম হাসান নিহত হন। তাদের মধ্যে দীর্ঘদিনের মনোমালিন্য থেকে এ হত্যার ঘটনা ঘটে বলে অন্যান্য রুমমেট ও পুলিশ জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।