মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু সোমবার কর্তারপুর করিডোরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। চার কিলোমিটার দীর্ঘ এই করিডোর ভারতের গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানকের সাথে পাকিস্তানের গুরুদুয়াড়া কর্তারপুর সাহিবকে যুক্ত করবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার মাটি কেটে নির্মাণকাজ শুরুর উদ্বোধন করবেন। গত আগস্ট মাসে সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া শিখ তীর্থযাত্রীদের ভিসা-মুক্ত প্রবেশাধিকার প্রদানের জন্য এই করিডোর নির্মাণের প্রস্তাব নতুন করে সামনে এনেছিলেন।
এই বিষয়ে নাইডু বলেন, ‘এই করিডোর দুই দেশের মধ্যে ভালোবাসা ও শান্তির প্রতীক হয়ে উঠবে।’
এর আগে পাঞ্জাবের মন্ত্রী সুখজিন্দার সিং রন্ধোয়াওয়ালা ভিত্তিপ্রস্তরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের নাম উল্লেখের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তিনি কালো টেপ দিয়ে ভিত্তিপাথরের উপরে নিজের এবং অন্যান্য পাঞ্জাবের মন্ত্রীদের নাম ঢেকে দেন। তিনি বলেন, ‘আমি প্রকাশ ও সুখবীর বাদলের নাম থাকার প্রতিবাদে এটি করেছি। এখানে তাদের নাম কেন? তারা এই প্রজেক্টের নির্বাহী কেউ নয়, এটি বিজেপি-আকালী অনুষ্ঠান নয়।’ সূত্র: ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।