Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

গুজরাটে চিহ্নিত করা হচ্ছে মুসলিম শিক্ষার্থীদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ৩:১১ পিএম

গুজরাটে মুসলিম ছাত্রছাত্রীদের চিহ্নিত করা হচ্ছে। বিজেপি সরকারের উদ্যোগে এই কাজ করা হচ্ছে। উল্লেখ্য, গুজরাট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য। শুক্রবার একটি সংবাদপত্রে এ খবর প্রকাশিত হওয়ার পর তা নানামহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই কাজ ‘সংবিধানবিরোধী’ বলে সরব হয়েছেন রাজ্যের বিরোধীরা। খবর ইন্ডিয়া টাইমস।
মুসলিম শিক্ষার্থী চিহ্নিতকরণ সম্পর্কে জানা গেছে, দশম এবং দ্বাদশ শ্রেণির যে সব শিক্ষার্থী বোর্ডের পরীক্ষায় বসতে চলেছেন, তাদের একটি অনলাইন ফর্ম পূরণ করতে হচ্ছে। সেই ফর্মে শিক্ষার্থীর কাছে জানতে চাওয়া হচ্ছে, সে ‘সংখ্যালঘু’ কিনা? উত্তর ‘হ্যাঁ’ হলে ফর্মে দু’টি বিকল্প থাকছে। সে মুসলিম না অন্য ধমের্র?
গুজরাটে আরও অন্তত চার শ্রেণির ধর্মীয় সংখ্যালঘু রয়েছে। খ্রিস্টান, শিখ, বৌদ্ধ এবং জৈন। কিন্তু রাজ্য সরকার শুধু মাত্র মুসলিম ছাত্রছাত্রীদের কাছেই তাদের পরিচয় জানতে চাইছে। মুসলিম ছাত্রছাত্রীদের বাবা-মাদের প্রশ্ন, কেন সরকার এই সব তথ্য সংগ্রহ করছে? এই সব তথ্যের অপব্যবহার হবে বলে আশঙ্কা অনেকের।
দ্বাদশ শ্রেণির এক ছাত্রের বাবা একটি রেস্তোরাঁ চালান। তিনি বলেন, ২০০২ সালের আগে গুজরাট সরকার এই রকমই একটা ব্যাপার চালু করেছিল। তখন প্রতিটি থানা তাদের এলাকার মুসলিম ব্যবসায়ীদের পরিচয় জানাতে বলেছিল। তার পরেই রেস্তোরাঁ পুড়িয়ে দেওয়া হয়। এ জন্য দাঙ্গাবাজরা সরকার এবং পুলিশের সংগ্রহ করা তথ্যই কাজে লাগিয়েছিল। গোটা ঘটনায় উদ্বিগ্ন জিগ্নেশ মেবাণী, হার্দিক পটেলের মতো বিরোধী নেতারা।



 

Show all comments
  • চৌধুরী ২৫ নভেম্বর, ২০১৮, ৪:০৭ পিএম says : 0
    মুসলমানদের ১ নং কাজ করতে হবে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি এর পরিপূর্ণ অনুসরণ করে আল্লাহ পাক ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ নিষেধ পালন করা। তখন অবশ্যই মুসলমান নিরাপদ। মরলে শহীদ বাঁচলে গাজী।আর যদি ইলিয়াস এর তাবলীগের পিছনে ঘুরে তাহলে বিপদ সংকেত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ