Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কেপিএমকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে -শিল্প সচিব

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

তিন পার্বত্য জেলা তথা এশিয়া মহাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম), আবারো রুগ্নশিল্প থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে। দীর্ঘ দিন ধরে দেনা ও সিন্ডিকেটের ফলে এ মিলটি অলাভজনকে পরিণত হয়। যার ফলে মিলটি দিন দিন রুগ্ন শিল্পতে পরিণত হয়। সরকার তথা বিসিআইসি উচচপদস্থ কর্মকর্তা এবং সংসদীয় টিম একাধিকবার মিলটি লাভজনে পরিণত করার জন্য পরিদর্শন করে। গত শুক্রবার শিল্প মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল হালিম কেপিএম পরিদর্শন করে এবং সার্বিক দিক পর্যালচনা করে বলেন, এ প্রতিষ্ঠানকে আবারও লাভজনকে পরিণত করা হবে। সচিব কেপিএমের বিভিন্ন প্রতিষ্ঠান মেশিনারি ঘুরে দেখেন এবং সার্বিক খোঁজখবর নেন।

এ সময় সচিবকে ভিউ ক্লাবে সংবর্ধনা দেয়া হয়। তিনি সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন। এ সময় কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এম এ কাদের, বিসিআইসির পরিচালক (উৎপাদন ও গবেষণা) শাহিন কামাল, মহাব্যবস্থাপক আসাদুর রহমান, ভিউ ক্লাবের সম্পাদক অতিরিক্ত ব্যবস্থাপন (বন), মো. শহীদুল্ল্যা, কেপিএম মহিলা ক্লাবের সম্পাদক উম্মে আইমন তুহিন, বিসিআইসি ও কেপিএম ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিবিএর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ