মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নতুন এক প্রতিবেদনে দেখা গেছে, গত দেড় বছরে ২২ হাজার অন্তঃসত্ত্বা শিশু ভর্তি হয়েছে তুরস্কের বিভিন্ন হাসপাতালে৷ তবে এ সংখ্যাও বাস্তবের চেয়ে অনেক কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া অন্তঃসত্ত্বা শিশুর সংখ্যা ২১,৯৫৭৷ তুরস্কের প্রেসিডেন্সি ডিরেক্টরেট অফ কমিউনিকেশন এ তথ্য জানিয়েছে৷
দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির আইনপ্রণেতা ও চিকিৎসক আলী সেকের ডিরেক্টরেটের কাছে এ বিষয়ে তথ্য জানতে চেয়েছিলেন৷ তিনি বলেন, ‘এই তথ্যে এটাই প্রমাণিত হয়, প্রতিদিন তুরস্কে ৪০ জনেরও বেশি শিশুকে গর্ভধারণে বাধ্য করা হচ্ছে৷ তাঁরা নিজেরাই শিশু, এবং তাঁদের এখন স্কুলে যাওয়ার বয়স৷’
তুরস্কে শিশু গর্ভধারণের সঠিক অবস্থা জানতে এটিই সেকেরের প্রথম প্রচেষ্টা নয়৷ এ বছরের শুরুতে পার্লামেন্টেও এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি৷ দু'টি হাসপাতালে নিবন্ধন ছাড়াই অন্তঃসত্ত্বা শিশুদের ভর্তি করার সংবাদ তখন গণমাধ্যমে প্রকাশ হয়৷ ১১৫ অন্তঃসত্ত্বা শিশুর মধ্যে ৩৮ জনের বয়স ছিল ১৫ বছরের কম৷ সে সংবাদের ভিত্তিতে সেকের এক লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন, স্বাস্থ্যকর্মীরা কেনো এ বিষয়ে পুলিশকে জানায়নি৷ তবে তথ্য জানতে চেয়ে করা তাঁর এ প্রশ্নের কোনো উত্তর দেয়নি পার্লামেন্ট৷
আঙ্কারা বার অ্যাসোসিয়েশনের সেন্টার ফর চিলড্রেনস রাইটস-এর ভাইস প্রেসিডেন্ট এমরাহ সাহিন প্রশ্ন তুলেছেন, ‘এই ২১,৯৫৭টি ঘটনা কি পুলিশকে জানানো হয়েছে?’ তুরস্কের পেনাল কোডের বরাত দিয়ে সাহিন জানান, অপ্রাপ্তবয়স্ক গর্ভধারণের তথ্য যথাযথ কর্তৃপক্ষকে জানাতে স্বাস্থ্য কর্মকর্তারা বাধ্য৷
পুলিশকে সব ঘটনা না জানানোয় এ ধরনের ঘটনা আসলে কী পরিমাণ ঘটেছে, তা জানাও কষ্টসাধ্য বলে মনে করেন সাহিন৷ তিনি বলেন, ‘এই সংখ্যা কেবল নিবন্ধিতদের৷ অনিবন্ধিত গর্ভধারণের তো কোনো হিসেবই নেই৷’ আসল সংখ্যা ৪০ থেকে ৪৫ হাজারের মধ্যে হবে বলেও আশংকা তাঁর৷
তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রণালয়ের দেয়া তথ্যে এই ১৮ মাসে শিশু গর্ভধারণ ও শিশু যৌন নির্যাতনে দায়ের মামলার হিসেবে কিছুটা গরমিল দেখা দিয়েছে৷
আট কোটি মানুষের দেশটিতে ২০১৭ সালে শিশু যৌন নির্যাতনের মামলা হয়েছে ৩৫,৮৯৬টি৷ ফলে শিশু গর্ভধারণের ঘটনাগুলোর কয়টি আসলেই পুলিশকে জানানো হয়েছে, এ নিয়ে প্রশ্ন থাকছেই৷
তুরস্কে যৌন সম্পর্কে সম্মতির বয়স ১৮৷ ১৭ বছর বা তার কম বয়সের কেউ সম্মতি দিলেও আইন অনুযায়ী তা ধর্ষণ বলে গণ্য হবে৷ দেশটিতে বিয়ের ন্যূনতম বয়স ১৮ হলেও ১৭ থেকে ১৮ বছরের মধ্যে বাবা-মা বা অভিভাবকের সম্মতিতে অনানুষ্ঠানিকভাবে বিয়ে করতে পারেন৷
তুরস্কে, বিশেষ করে গ্রাম এলাকায়, এ ধরনের ঘটনা অহরহই ঘটে থাকে৷ এ ধরনের ঘটনার সঠিক পরিসংখ্যান বের করা অবশ্য খুব কঠিন৷ সম্মতি থাক বা না থাক, কেবল গর্ভধারণের পর হাসপাতালে ভর্তি হলেই এসব অপ্রাপ্তবয়স্ক বিয়ের খবর জানা যায়৷
জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ২০১৬ সালে ১৫ বছরের কম বয়সি মেয়ের সন্তান জন্মদানের ঘটনা ঘটেছে ২৩৪টি৷ ১৫ থেকে ১৭ বছরের মেয়ের ক্ষেত্রে এ সংখ্যা ১৬,৩৯৬টি৷ সূত্র: ডয়েশ্চ ভ্যালে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।