Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে করলে কাজ পাবো না বলে আমাকে সতর্ক করা হয়েছিল কারিনা

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বলিউডে এটা স্বতঃসিদ্ধ যে জনপ্রিয় নায়িকারা বিয়ে করলে তাদের বাজার পড়ে যায় আর তাদের ক্যারিয়ারেরও ইতি ঘটে। জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর যখন ২০১২তে সাইফ আলি খানকে বিয়ে করেন অনেকেই মন্তব্য করেছিল সেটি তার ক্যারিয়ারের জন্য আত্মহত্যারই নামান্তর। তার ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ রেডিও অনুষ্ঠানে তিনি এই কথা প্রকাশ করেছেন। ভারতের ১০৪.৮ এফএম রেডিওতে অচিরেই এই অনুষ্ঠানটি প্রচার শুরু হবে। “আমি এমনই একজন মানুষ যে বরাবর তার মনের কথাই মেনে চলেছে। আমার বিয়ের ঠিক আগে আগে অনেকেই আমাকে বলেছিল, ‘বিয়ে করো না, তোমার ক্যারিয়ারের ইতি ঘটবে। কোনও প্রযোজক তোমাকে কাজ দেবে না। তুমি কোনও কাজই পাবে না’,” কারিনা বলেন। লোকে যাই বলুক না কেন বিয়ের আগের তুলনায় তিনি বরং এখনই বেশি ব্যস্ত। “বিয়ের পর আমাকে এখন এতো কাজ করতে হচ্ছে যে মাঝে মাঝে নিজেকে বলি, ‘না! আমি আর এতো কাজ করতে চাই না। আমি এমন এক নারী যে বরাবরই যা করতে চেয়েছে তাই করেছে, আর আমি কারও কথা শুনি না,” কারিনা কাপুর খান বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারিনা

২১ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ