Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজের ৬২ ঘণ্টা পর বনরক্ষীর লাশ উদ্ধার

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ৪:০০ পিএম

সুন্দরবনের বলেশ্বর নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৬২ ঘণ্টা পর বনরক্ষী সোহেল রানা তালুকদারের (৩৭) লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টা দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া ইউনিয়নের জলাঘাট সাপলেজা এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. মাসুদ সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া লাশটি সোহেল রানার বলে শনাক্ত করেছে বনবিভাগের কর্মীরা। লাশ সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে নিয়ে আসা হচ্ছে।
এর আগে ২০ নভেম্বর রাত সাড়ে ১১টা দিকে নিয়মিত টহলের সময়ে ট্রলার থেকে পা পিছলে বলেশ্বর নদীতে পড়ে নিখোঁজ হন বনরক্ষী সোহেল রানা। নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিস, বনবিভাগ ও কোস্ট গার্ড সোহেল রানার খোঁজে তল্লাশি চালিয়ে আসছিল।
বনরক্ষী সোহেল রানা তালুকদার কক্সবাজার জেলারউখিয়া উপজেলার মুহুরীপাড়া গ্রামের এমএ হামিদ তালুকদারের ছেলে। তিনি ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর বনবিভাগে চাকরি পান। ২০১৬ সালের ৩ মার্চ বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বগি স্টেশনে যোগদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ