Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ৩:৩৬ পিএম

মাদক সেবন করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করায় নেত্রকোনায় নিখিল পারভেজ নামে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে তার পরিবারের সদস্যরা।
আজ শুক্রবার ভোরে শহরের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখিল ওই এলাকার মৃত তরুণী মণ্ডলের ছেলে।
নেত্রকোনা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাকির হোসেন জানান, মাদক সেবন করতে না পেরে নিখিল নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ও সড়কে যানবাহনের নিচে চাপা পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাধা দিতে গেলে স্ত্রী-সন্তাদের ওপর হামলা করেন নিখিল। পরে বাধ্য হয়ে তার স্ত্রী জ্যোৎস্না, মেয়ে মাইমুনা, সুমাইয়া ও ছেলে রাসেল পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন খান জানান, নিখিলের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এদিকে নিখিলের ছেলে-মেয়ে রাসেল ও মাইমুনা জানায়, আমরা চাই আমাদের বাবা সাজা ভোগ করে ভালো আর সুস্থ হয়ে ফিরে আসুক। আমরা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ