বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুর রকীব এডভোকেট বলেছেন, ‘১০০ভাগ সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়’ বলে জনৈক নির্বাচন কমিশন কর্মকর্তার এমন বক্তব্য ও ইভিএম ব্যবহারের উদ্যোগ জনগণকে হতাশ করেছে। গতকাল বিকালে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের মনোনয়ন প্রত্যাশীদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, এমনিতেই নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা নেই। তার উপরে এই বক্তব্য ও ইভিএম ব্যবহারের উদ্যোগ নির্বাচন কমিশনের উপর জনগণের মধ্যে আরো আস্থাহীনতার সৃষ্টি করেছে। সিনিয়র যুগ্ম-মহাসচিব বীরমুক্তিযোদ্ধা ডা: মাওলানা শওকত আমীণ পীরসাহেব বি,বাড়ীয়ার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, মহাসচিব মাওলানা আবদুল করীম খান, মাওলানা আশরাফ আলী তাহিরপুরী, মাওলানা ইলিয়াছ আতহারী, মাওলানা আনোয়ার হোসাইন আনসারী, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, ইলিয়াছ রেজা, মাওলানা নাসির আল ফরীদী, মাহমুদুল করীম সালু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।