বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আশুলিয়ায় হেলানা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর পলাতক রয়েছে স্বামী মহিদুল হোসেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার কলতাসুতীর জুলহাস বেপারীর মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত হেলেনা আক্তার সিরাগঞ্জের বাসিন্দা ও তার স্বামী মহিদুল হোসেনের বাড়ি নীলফামারী জেলায়। তার দুইজনই আশুলিয়ায় পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
আশুলিয়া থানার এস আই সাজ্জাদুর রহমান জানান, খবর পেয়ে কক্ষের বারান্ধা থেকে হেলেনা আক্তারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। তবে ময়না তদন্ত শেষে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।